Copa America 2021: লক্ষ্য গ্রুপ চ্যাম্পিয়ন, নিয়মরক্ষার ম্যাচেও খেলবেন মেসি-আগুয়েরো
নিয়মরক্ষার ম্যাচেও বিশ্রামে নেই লিওনেল মেসি। বরং ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমেই নিজের ছন্দ ধরে রাখতে চান দলনায়ক।
আর্জেন্টিনার (Argentina) জার্সিতে শেষ সতেরোটি ম্যাচে সেট পিস ছাড়া গোল করতে পারেননি লিওনেল মেসি (Lionel Messi)। দু বছর আগে নিকারগুয়ার বিরুদ্ধে শেষবার ফিল্ড গোল করেছিলেন এলএম টেন। এরপর জাতীয় দলের জার্সিতে ৬টি গোল করলেও, তার মধ্যে পাঁচটি গোলই করেছেন পেনাল্টি থেকে। একটা সেট পিস থেকে।
বলিভিয়ার বিরুদ্ধে সেই খরাই কাটাতে চান আর্জেন্টাইন সুপারস্টার। শেষ আট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। নিয়মরক্ষার ম্যাচেও বিশ্রামে নেই লিওনেল মেসি। বরং ম্যাচ প্র্যাকটিসের মাধ্যমেই নিজের ছন্দ ধরে রাখতে চান দলনায়ক।
প্রতিপক্ষ বলিভিয়া চলতি কোপায় খাতাই খোলেনি। টুর্নামেন্ট থেকে আগেই ছিটকে গেছে। তবু সতর্ক থাকছে টানা ১৬ ম্যাচ অপরাজিত থাকা আর্জেন্টিনা। বলিভিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ করতে চান মেসিরা। নক আউটে নেইমারদের এড়াতেই গ্রুপের শেষ ম্যাচে ৩ পয়েন্ট চাইছেন স্কালোনি।
আর্জেন্টিনা ও বলিভিয়া মুখোমুখি হয়েছে ৪০ বার। তার মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২৮ বার। বলিভিয়া জিতেছে ৭ বার। ম্যাচ অমীমাংসিত ৫ বার। ১৩ অক্টোবর, ২০২০-র প্রাক বিশ্বকাপে শেষ সাক্ষাতে আর্জেন্টিনা জেতে ২-১ গোলে।
বলিভিয়া ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছেন কোচ স্কালোনি। মেসি, আগুয়েরো, পাপু গোমেজ, অ্যাঞ্জেল কোরেয়াদের সামনে রেখেই আক্রমণ ভাগ সাজাচ্ছেন আর্জেন্টিনার কোচ। গোলে মার্টিনেজের বদলে খেলবেন ফ্র্যাঙ্কো আর্মানি। রক্ষণে ক্রিশ্চিয়ান রোমেরোকে বিশ্রাম দিচ্ছেন স্কালোনি।
আর্জেন্টিনার প্রথম একাদশ: আর্মানি, মন্তিয়েল, পেজেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, আকুনা, গুইদো রডরিগেজ, পালাসিওস, পাপু গোমেজ, মেসি, অ্যাঞ্জেল কোরেয়া, আগুয়েরো
আরও পড়ুন: COPA AMERICA 2021 : ইকুয়েডরের সঙ্গে ড্র নেইমারহীন ব্রাজিলের