Lionel Messi-Kolkata: লিওনেল মেসির হাতে বিশ্ব বাংলার দার্জিলিং টি, ফের কলকাতায় বিশ্বজয়ী ক্যাপ্টেন!

Argentina Football: কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন লিও মেসি। আর্জেন্টিনার হয়ে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল এই শহরেই। কলকাতাকে কি ভুলতে পারেন মেসি?

Lionel Messi-Kolkata: লিওনেল মেসির হাতে বিশ্ব বাংলার দার্জিলিং টি, ফের কলকাতায় বিশ্বজয়ী ক্যাপ্টেন!
Image Credit source: FACEBOOK

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Mar 01, 2025 | 1:11 AM

ভারতীয় ফুটবল মানেই কলকাতা। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহমেডান স্পোর্টিং ক্লাব। বিশ্ব ফুটবলের বহু সুপারস্টার কলকাতায় পা রেখেছেন। পেলে, মারাদোনা, দুঙ্গা, জিকো, এমি মার্টিনেজ। আর কলকাতার ফুটবল প্রেমীদের আনন্দ কয়েকগুণ বেড়ে গিয়েছিল লিওনেল মেসির আগমনে। তবে সেটা বহু বছর আগে। আর্জেন্টিনা ফুটবল টিম ফিফা প্রীতি ম্যাচ খেলতে ভারতে এসেছিল। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে ম্যাচ খেলেছিলেন লিও মেসি। আর্জেন্টিনার হয়ে ক্যাপ্টেন হিসেবে অভিষেক হয়েছিল এই শহরেই। কলকাতাকে কি ভুলতে পারেন মেসি?

প্রথম সফরে মেসি ছিলেন এক তরুণ ফুটবলার। এখন তিনি বিশ্বজয়ী ক্যাপ্টেন। আর ক্যাপ্টেন্সির শুরুটা এখানেই। সুপারস্টার মেসি যদি আবারও এই শহরে আসেন? সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সৌজন্যে বাংলার উদ্যোগপতি শতদ্রু দত্ত। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন গোলকিপার এমি মার্টিনেজ। তাঁকেও কলকাতায় এনেছিলেন। এর আগে মারাদোনাকেও। তা হলে মেসিই বা নন কেন! বিশেষ করে মেসির সঙ্গে তাঁর দেখা করা এবং ৪৫ মিনিটের আলোচনার পর আশার আলো দেখাই যায়।

লিওনেল মেসির সঙ্গে দেখা করলেন ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত। বিশ্ব বাংলার দার্জিলিং টি মেসিকে উপহারও দেন বাংলার এই উদ্যোগপতি। শুধু তাই নয়। সঙ্গে মা দুর্গার ছবি উপহার দেন। সব কিছু ঠিকঠাক হলে, সামনের বছর জানুয়ারিতে কলকাতায় আসতে পারেন মেসি। তার আগে কেরলে জাতীয় দলের হয়ে প্রদর্শনী ম্যাচ খেলতে আসার সম্ভাবনাও আছে।

দীর্ঘ ৪৫ মিনিট বাংলার ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তর সঙ্গে কথা বলেন মেসি। তাঁর সন্তানের সঙ্গে স্মরণীয় মুহূর্তও কাটান মেসি। লিওকে নিয়ে এখন থেকেই যেন কলকাতার ফুটবল প্রেমীদের স্বপ্ন দেখার শুরু।