Emiliano Martinez: হয়তো জুনেই কলকাতায় মেসির সতীর্থ
Argentina World Cup winning goalkeeper : অনেক দিন ধরেই তাঁকে তিলোত্তমায় নিয়ে আসার চেষ্টা চলছিল। অবশেষে মিলল এমি মার্তিনেজের সম্মতি।

কলকাতা : লুসেইল স্টেডিয়ামে ২০২২ সালের ১৮ ডিসেম্বর স্বপ্নপূরণ হয়েছিল লিওনেল মেসির আর্জেন্টিনার (Argentina)। নীল-সাদা জার্সিধারীদের এবং আর্জেন্টিনার আপামর ফ্যানেদের কাছে কাতার বিশ্বকাপের ফাইনালের রাত কোনওদিন ভোলার নয়। লা আলবিসেলেস্তেদের দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান হয়েছিল সেদিন। কাতারে ২০২২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মেসির আর্জেন্টিনা। ফ্রান্সের বিরুদ্ধে মেগা ফাইনালে জিতেছিল আর্জেন্টিনা। মেসির দলের জয়ের অন্যতম কারিগর ছিলেন আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ (Emiliano Martinez)। চলতি বছরের ফেব্রুয়ারিতে জানা গিয়েছিল, সব ঠিকঠাক থাকলে জুন মাসে কলকাতায় (Kolkata) আসবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার। ফের একবার মেসির সতীর্থর তিলোত্তমায় আসার খবর চাউর হল। জানা গিয়েছে, হয়তো জুনেই কলকাতায় আসছেন এমি। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।
এর আগে ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত বার্সেলোনায় গিয়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজের টিমের সঙ্গে দেখা করেছিলেন। তখন শতদ্রু জানিয়েছিলেন, এমিকে কলকাতায় আনার কথাবার্তা হয়েছে। পাশাপাশি ওই সময় জানা গিয়েছিল অফ সিজনে, জুন মাসে সবকিছু ঠিকঠাক থাকলে এমি কলকাতায় আসবেন।
অনেক দিন ধরেই তাঁকে তিলোত্তমায় নিয়ে আসার চেষ্টা চলছিল। অবশেষে মিলল এমি মার্তিনেজের সম্মতি। জুনের ২০-২১ অথবা জুলাইয়ের প্রথম সপ্তাহেই শহরে দেখা যাবে কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভসজয়ী গোলকিপারকে। কয়েকদিনের মধ্যেই এমির কলকাতায় আসার চূড়ান্ত দিন ঘোষণা হয়ে যাবে।
প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের পর থেকেই বিভিন্ন সময় আলোচনার কেন্দ্রে থেকেছেন এমি মার্তিনেজ। কখনও তাঁর অশ্লীল সেলিব্রেশন নিয়ে আলোচনা হয়েছে। কখনও বা তিনি কিলিয়ান এমবাপের পুতুল নিয়ে উদযাপন করে খবরের শিরোনামে এসেছেন। কখনও আবার তাঁর গোল্ডেন গ্লাভস নিলামে ওঠা নিয়ে চর্চা হয়েছে। উল্লেখ্য, মার্তিনেজের কাতার বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে উঠেছিল। ৪৫ হাজার ডলারে তা বিক্রিও হয়। ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৭ লক্ষ টাকা। এমির গ্লাভসের জন্য নিলাম থেকে পাওয়া অর্থ পেয়েছে আর্জেন্টিনার গারাহান হাসপাতাল। আসলে ক্যান্সার আক্রান্ত শিশুদের হাসপাতালের জন্য এমি নিজের বিশ্বকাপ ফাইনালের গ্লাভস নিলামে তোলেন।





