AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2022: রিয়ালে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন, বন্ধু মদ্রিচকে সান্ত্বনা ডি মারিয়ার

প্রতিদ্বন্দ্বিতা শুধু ৯০ মিনিটের জন্য। তার বাইরে বন্ধুত্বের সম্পর্কটা অটুট। সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের পরই মিলল তার প্রমাণ।

FIFA World Cup 2022: রিয়ালে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন, বন্ধু মদ্রিচকে সান্ত্বনা ডি মারিয়ার
Image Credit: Twitter
| Edited By: | Updated on: Dec 14, 2022 | 7:29 PM
Share

দোহা: রাশিয়া বিশ্বকাপের ফাইনাল থেকে খালি হাতে ফিরতে হয়েছিল। চারবছর পর ফের একবার বিশ্বকাপের মঞ্চে স্বপ্নভঙ্গ ক্রোয়েশিয়ার। এ বার বিদায় সেমিফাইনাল থেকে। ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার গভীর রাতে কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) প্রথম সেমিফাইনালে ৩-০ দুরন্ত জয় ছিনিয়ে নিয়েছে আর্জেন্টিনা। মেসিদের উদযাপনের রাতটা বেদনাতুর হয়ে থেকেছে লুকা মদ্রিচের কাছে। দু দু’বার বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে। ঘোষণা না করলেও ৩৭ বছরের লুকার (Luka Modric) কেরিয়ারের এটা শেষ বিশ্বকাপ বলে ধরে নেওয়া যায়। সেমির মঞ্চে শেষ চেষ্টা বিফলে যাওয়ায় ম্যাচের পর স্বভাবতই হতাশ দেখিয়েছে ক্রোট অধিনায়ককে। তখনই লুকার দিকে হাত বাড়িয়ে দিলেন বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া (Angel Di Maria)। ক্লাব ফুটবলে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন লুকা-ডি মারিয়া। বন্ধুকে জড়িয়ে ধরে তাঁর সান্ত্বনা দেওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সেমিফাইনালে চোট পাওয়া ডি মারিয়াকে মাঠে নামানোর ঝুঁকি নেননি কোচ লিওনেল স্কালোনি। ডাগ আউটে বসে মেসি-আলভারেজদের দাপট তারিয়ে তারিয়ে উপভোগ করেন। ম্যাচের শেষ বাঁশি বাজার পর আর্জেন্টিনার ফুটবলাররা ফাইনালে ওঠার আনন্দে মশগুল। তাঁদের পাশ কাটিয়ে ৩৪ বছরের ডি মারিয়া সোজা চলে যান লুকা মদ্রিচের কাছে। হতাশ ক্রোয়েশিয়ার অধিনায়ককে উষ্ণ আলিঙ্গন তাঁর। বোঝাই যাচ্ছিল মদ্রিচকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন। ক্রোট ও আর্জেন্টাইন ফুটবলারের এই গলায় গলায় বন্ধুত্বের পিছনে কারণ অবশ্যই রয়েছে। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে একসঙ্গে খেলেছেন মদ্রিচ-ডি মারিয়া। বন্ধুত্বটা তখন থেকেই। বর্তমানে দু’জনে ভিন্ন দলের হয়ে খেললেও বন্ধুত্বে ভাটা পড়েনি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনারা প্রথমার্ধে ২ গোলে এগিয়ে যায়। সেই সময় থেকে ক্রোয়েশিয়া কে তেমন আক্রমণ যেতে দেখে যায়নি। লুকা মদ্রিচ কে এই ম্যাচে তেমন আক্রমণাত্মক খেলতে দেখা যায়নি। ৬৯ মিনিটে আর্জেন্টিনার আলভারেজের গোলে ক্রোয়েশিয়াকে সেমিফাইনাল থেকে বিদায় করে ফাইনালের টিকিট পাকা করে নেয় আর্জেন্টিনা। ৮২ মিনিটে লুকা মদ্রিচ কে তুলে নেয় কোচ। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ বাকি। সেটাই হবে মদ্রিচের ফেয়ারওয়েল ম্যাচ। ২০০৬ সাল ছিল মেসি এবং মদ্রিচের প্রথম বিশ্বকাপ। একইসঙ্গে শেষ হচ্ছে বিশ্বকাপ যাত্রা।