UCL: রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আর্সেনাল

Arsenal: দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় আর্সেনালের। সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হতে চলেছে পিএসজি। দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল আর্সেনাল। 

UCL: রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আর্সেনাল
রিয়াল মাদ্রিদকে উড়িয়ে ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আর্সেনালImage Credit source: PTI

Apr 17, 2025 | 12:29 PM

রিয়াল মাদ্রিদ ১-২ আর্সেনাল

(ভিনিসিয়াস জুনিয়র ৬৭ মিনিট) :  (বুকায়ো সাকা ৬৫ মিনিট, গ্যাব্রিয়েল মার্টিনেলি ৯০+৩ মিনিট)

কলকাতা: রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আর্সেনাল। দুই লেগেই মাদ্রিদকে হেলায় হারাল লন্ডনের দল। প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল আর্সেনাল। আজ ফিরতি লেগে রিয়ালের ঘরের মাঠেই ২-১ ব্যবধানে জিতল আর্সেনাল। ম্যাচের একেবারে শুরুতেই ৪ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার ডেভিড আলাবা হলুদ কার্ড দেখেন। ম্যাচের শুরুতেই কিলিয়ান এমবাপে একটি গোল করেন। তবে সেটি অফসাইডের জন্য বাতিল হয়। ম্যাচের ১১ মিনিটের মাথায় রাউন্ড এসেন্সিও বক্সের ভেতর ফাউল করেন। তিনিও হলুদ কার্ড দেখেন। যার ফলে পেনাল্টি পায় আর্সেনাল। রিয়াল মাদ্রিদ গোলকিপার আর্সেনালের পেনাল্টি টেকার বুকায়ো সাকার শর্ট আটকে দেন। এরপরে দুই দলই সাধ্যমতো চেষ্টা করতে থাকে নিজেদের টিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ম্যাচের ৩৬ মিনিটের মাথায় আর্সেনালের ডেভিড রায়া একটি হলুদ কার্ড দেখেন। প্রথমার্ধে সংযুক্ত সময় দেওয়া হয় ৮ মিনিট।

এর পর দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের অপেক্ষা করতে থাকে। ম্যাচের ৬১ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদ তিনটি পরিবর্তন করে দলে। রড্রিগোর বদলে আসেন সিব্যালস। ডেভিড আলাবার বদলে আসেন ফ্রান গার্সিয়া। লুকাস ভাসকুয়েসের জায়গায় আসেন ব্রাজিলের তরুণ তুর্কি এনরিক।

৬৫ মিনিটের মাথায় আর্সেনালের স্ট্রাইকার সাকার গোলে ১-০ এগিয়ে যায় আর্সেনাল। ঠিক তার কয়েক মিনিটের মাথায় ৬৭ মিনিটে সেই গোল শোধ করে রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়াস জুনিয়রের গোলে সমতা ফেরায় রিয়াল। এরপর রিয়ালকে ম্যাচে ফিরতে গেলে এবং সেমিতে উঠতে হলে আরও চার গোল করতে হত। টানটান উত্তেজনা দেখা দেয়। ৭৪ মিনিটের মাথায় রাউল এসেন্সিওর পরিবর্তে মাঠে আসেন লুকা মদ্রিচ। ৭৫ মিনিটে চোট পেয়ে মাঠের বাইরে চলে যান কিলিয়ান এমবাপে। তাঁর পরিবর্তে আসেন ব্রাহিম দিয়াজ।

ম্যাচের ৮৫ মিনিটের মাথায় মাদ্রিদ ডিফেন্ডার আন্তোনিও রুডিগার ও আর্সেনালের থমাস দু’জনেই হলুদ কার্ড দেখেন। ম্যাচের ৯৩ মিনিটের মাথায় রিয়াল মাদ্রিদের কফিনের শেষ পেরেক পুঁতে দেন ব্রাজিলের গ্যাব্রিয়েল। সেই মুহূর্তেই ম্যাচে ২-১ গোলে এগিয়ে যায় আর্সেনাল। এখানেই পাকা হয়ে যায় যে সেমিফাইনালের টিকিট ঘরে তুলে নিয়েছে লন্ডনের এই দল। দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে জয় আর্সেনালের। সেমিফাইনালে আর্সেনালের মুখোমুখি হতে চলেছে পিএসজি। দীর্ঘ ১৬ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল আর্সেনাল।