পানাজি: শুক্রবার কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters) বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু এটিকে মোহনবাগানের। গত বছর ফাইনালে উঠেও ট্রফি হাতছাড়া হয়। এমনকি লম্বা সময় পর্যন্ত লিগ টেবিলের শীর্ষে থেকেও ফস্কাতে হয় শিল্ড। এ বার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে সচেষ্ট এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। ডার্বির আগে ভাসকুয়েজ, আদ্রিয়ানদের বিরুদ্ধে ম্যাচটা মোটেই সহজ হবে না। তা ভালোই জানেন কোচ হাবাস।
এএফসি কাপের (AFC Cup) জোনাল সেমিফাইনালে এফসি নাসাফের (FC Nasaf) কাছে হাফডজন গোল হজম করতে হয় এটিকে মোহনবাগান। সেই হার থেকে শিক্ষা নিয়েছেন স্প্যানিশ কোচ। আইএসএলে তাই অনুশীলনেও বৈচিত্র আনছেন। সেট পিসকেই এ বারের আইএসএলের হাতিয়ার করতে চান হাবাস। কর্নার আর ফ্রি-কিক অনুশীলনে বিশেষ জোর দিচ্ছেন বাগান কোচ। একই সঙ্গে ফুটবলারদের ফিটনেসে জোর বাড়াতেও বিশেষ নজর রাখছেন হাবাস। লম্বা লিগের মাঝপথে চোট-আঘাত দলের ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাই শারীরিক ভাবে তিরি, প্রীতমদের ফিট রাখার পরিকল্পনা এখন থেকেই শুরু করে দিয়েছেন সবুজ-মেরুন কোচ। রিফ্লেক্স বাড়াতে টেনিস বলে অনুশীলন অমরিন্দর সিং, অভিলাস পালদের।
এটিকে মোহনবাগানের তরুণ ফরোয়ার্ড মনবীর সিংয়ের (Manvir Singh) গলায় আত্মবিশ্বাসের সুর। গত বছর ৬ গোল করেছিলেন সবুজ-মেরুন জার্সিতে। একই সঙ্গে পাঁচটা অ্যাসিস্টও ছিল তাঁর। মনবীর বলেন, ‘গত বছর অল্পের জন্য খেতাব ফস্কেছিলাম। এ বার চ্যাম্পিয়ন হয়েই কলকাতা ফিরতে চাই। কেরালা ব্লাস্টার্স আর ডার্বি জিতলেই আমাদের মনোবল অনেকটা বেড়ে যাবে। গত বছরের থেকে এ বার আরও ভালো পারফর্ম করতে চাই।’
এটিকে মোহনবাগানের প্রতিশ্রুতিমান ডিফেন্ডার দীপক টাঙরিকে বেশ মনে ধরেছে হাবাসের। তিরি, প্রীতমদের সঙ্গে রক্ষণ সংগঠনে দীপককেও সমান গুরুত্ব দিচ্ছেন বাগান কোচ। দীপক বলছেন, ‘প্রত্যেক কোচেরই আলাদা দর্শন থাকে। আমি জুনিয়র ফুটবলার হওয়া সত্ত্বেও কোচ হাবাস আমাকে আলাদা গুরুত্ব দিচ্ছে। প্রথম এগারোয় জায়গা করে নেওয়াই আমার পাখির চোখ।’
গত আইএসএলে নজর কেড়েছেন লিস্টন কোলাসো (Liston Colaco)। অনেক প্রত্যাশা নিয়ে এই অ্যাটাকারকে সই করায় এটিকে মোহনবাগান। সবুজ-মেরুন জার্সিতে এএফসি কাপে খেলেছেন। জাতীয় দলেও প্রতিষ্ঠিত হচ্ছেন কোলাসো। বাগানের জার্সিতে চ্যাম্পিয়ন হওয়াই তাঁর লক্ষ্য। বিভিন্ন ফর্মেশনে দলকে দেখে নিচ্ছেন হাবাস। ম্যাচ বুঝেই সেই রণনীতিকে কাজে লাগাতে চান বাগানের স্প্যানিশ কোচ।
আরও পড়ুন: India vs New Zealand: বিশ্বকাপ শেষ, ভারত সফরে পাখির চোখ কিউয়ি কোচ গ্যারি স্টেডের