ব্যাম্বোলিম: ১-০ থেকে ১-৩। হায়দরাবাদের (Hyderabad FC) বিরুদ্ধে আইএসএল (ISL) সেমিফাইনালের প্রথম পর্বে এটিকে মোহনবাগানের (ATK Mohun Bagan) ফল। ১৮ মিনিটে রয় কৃষ্ণার গোলে এগিয়ে গিয়েও লজ্জার হার ফেরান্দোর ছেলেদের। ম্যাচটা এখনও ভুলতে পারছেন না সবুজ-মেরুন জনতা। প্রথম পর্বের ওই হারটাই এটিকে মোহনবাগানের ফুটবলারদের মনোবল দমিয়ে দিয়েছে। আইএসএলের মেগা ফাইনালে পৌঁছতে হলে হায়দরাবাদকে ৩ গোলের ব্যবধানে হারাতেই হবে। ২ গোলের ব্যবধানে জিতলে, ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে। কিন্তু জামশেদপুর আর হায়দরাবাদ, পরপর দু’ ম্যাচ হেরে মানসিক ভাবে অনেকটাই পিছিয়ে পড়েছেন রয় কৃষ্ণারা। ফুটবলারদের মনোবল ফেরানোর চেষ্টা করছেন ফেরান্দো। ওগবেচে, ভিক্টররা দুরন্ত ফর্মে। বুধের মেগা ম্যাচ নিঃসন্দেহে কঠিন, কিন্তু কোনও কিছুই অসম্ভব নয়। বলছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ।
হায়দরাবাদের বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে চোট পেয়েছিলেন তিরি। বুধবারের ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। ম্যাচের দিন সকালে তিরির অবস্থা বুঝেই সিদ্ধান্ত নেবেন বাগান কোচ। রয় কৃষ্ণাও ৯০ মিনিট ফিট নন। ফেরান্দো বলছেন, ‘কিছু কিছু চোট এতটাই গুরুতর হয়ে ওঠে, সারিয়ে উঠতে সময় লাগে।’ ১-০ এগিয়ে থেকেও কী ভাবে ১-৩ হার? আগের ম্যাচ থেকে শিক্ষা নিয়ে বাগান কোচ বলেন, ‘ফুটবলাররা একটা সময় মনঃসংযোগ হারিয়ে ফেলেছিল। রিল্যাক্স হয়ে পড়েছিল। ওরা সেটারই সুযোগ নিয়েছে। তবে ম্যাচ হারের পর ছেলেদের মুখের অবস্থা আমি দেখেছি। অসহায় দেখাচ্ছিল প্রত্যেককে।’ আগের ম্যাচে মিডল করিডর দিয়েই বারবার আক্রমণ শানিয়েছে হায়দরাবাদ। সেই ভুলের পুনরাবৃত্তি যে আর হবে না তা জানিয়ে দিয়েছেন মোহনবাগানের কোচ। ফেরান্দো বলছেন, ‘বিকল্প প্ল্যান আমার তৈরি আছে। প্রকাশ্যে আনতে চাই না। তবে আগের ম্যাচের মতো দল সাজাব না। অনেক জায়গায় আমাদের উন্নতির প্রয়োজন। ছেলেদের সেটা বলে দিয়েছি। একই সঙ্গে মানসিকতায় বদল আনতে হবে আমাদের।’
ডিফেন্ডিং সেট পিস থেকে আগের ম্যাচে দুটো গোল হজম করেছেন সন্দেশরা। ওগবেচে, ইয়াসিরদের রুখতে সে দিকেও বাড়তি লক্ষ্য রাখতে হবে ফেরান্দোকে। রক্ষণের রোগ সারাতে অনুশীলনে ফুটবলারদের বিশেষ দাওয়াইও দিয়েছেন ফেরান্দো। মোহনবাগানের দায়িত্ব নেওয়ার পর থেকেই কড়া চ্যালেঞ্জ সামলাতে হয়েছে বাগান কোচকে। সে প্রসঙ্গে ফেরন্দো বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর ১৫টা ম্যাচই ফাইনাল ভেবে খেলতে হয়েছে। ফুটবলারদের পক্ষেও মানিয়ে নিতে কিছুটা সমস্যা হয়। বুধের ম্যাচও ফাইনাল ভেবে খেলতে হবে। কঠিন চ্যালেঞ্জ। একই সঙ্গে শেষ সুযোগ।’ লিস্টন, মনবীররা এ বারের আইএসএলে নিজেদের সেরাটা উজাড় করে দিলেও জামশেদপুর আর হায়দরাবাদ ম্যাচই তাঁদের সামনে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বুধের সন্ধেই শেষ সুযোগ। বুধের সন্ধেই পারে বাগান জনতার মুখে হাসি ফেরাতে। অবিশ্বাস্য প্রত্যাবর্তনের অপেক্ষায় গঙ্গাপারের ক্লাব।
আরও পড়ুন: IPL 2022: নিজেকে কেন সিআর সেভেনের সঙ্গে তুলনা করলেন জোফ্রা আর্চার?