ISL 2021-22: কৃষ্ণাকে ছাড়াই সুনীলদের সামনে সবুজ-মেরুন
কোচ হুয়ান ফেরান্দো ম্যাচের আগে বলেন, 'আমরা এখনও লিগের শীর্ষে পৌঁছতে পারি। সেই বিশ্বাস আছে দলের উপর। প্রথম চার তো বটেই, শীর্ষে ওঠার জন্যও আমরা নিশ্চয়ই চেষ্টা চালাব। শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই জারি রাখব। তবে এখন বেঙ্গালুরু ম্যাচেই আমাদের ফোকাস।'
ফাতোরদা: ওড়িশা এফসির বিরুদ্ধে ড্রয়ের পর রবিবার ফের মাঠে নামছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এ বার প্রতিপক্ষ সুনীল ছেত্রীদের (Sunil Chhetri) বেঙ্গালুরু এফসি। রবিবারের ম্যাচে নেই রয় কৃষ্ণা। আইএসএলের (ISL) প্রথম চারে টিকে থাকার পাশাপাশি শীর্ষস্থানকেও পাখির চোখ এটিকে মোহনবাগানের। তবে শীর্ষে পৌঁছতে হলে বাকি ৩টে ম্যাচ কার্যত ডু অর ডাই সবুজ-মেরুনের কাছে। পয়েন্ট নষ্ট করলেই বিপদ। টানা ২টো ম্যাচ ড্র করেছে এটিকে মোহনবাগান। বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আবারও লিগের এক নম্বরের দৌড়ে ফিরে আসতে মরিয়া হুয়ান ফেরান্দো। তবে সুনীলদের বিরুদ্ধে নামার আগে বাগান কোচকে চিন্তায় রাখছে চোট আঘাত আর কার্ড সমস্যা। ডেভিড উইলিয়ামসের হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে। লিস্টন কোলাসো, কার্ল ম্যাকহিউ, সন্দেশ ঝিঙ্গানও গত ম্যাচে চোট পেয়েছেন। ফলে চিন্তা থেকেই যাচ্ছে হুয়ান ফেরান্দোর। সমস্যা থাকলেও ৩ পয়েন্ট ছিনিয়ে আনতে চান বাগানের স্প্যানিশ কোচ। ১৭ ম্যাচে ৩১ পয়েন্ট সংগ্রহ করে এই মুহূর্তে লিগ টেবিলের ৩ নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। ১৮ ম্যাচে বেঙ্গালুরুর ঝুলিতে ২৬ পয়েন্ট। ওড়িশার বিরুদ্ধে লাল কার্ড দেখায় নেই রয় কৃষ্ণা।
কোচ হুয়ান ফেরান্দো ম্যাচের আগে বলেন, ‘আমরা এখনও লিগের শীর্ষে পৌঁছতে পারি। সেই বিশ্বাস আছে দলের উপর। প্রথম চার তো বটেই, শীর্ষে ওঠার জন্যও আমরা নিশ্চয়ই চেষ্টা চালাব। শেষ সেকেন্ড পর্যন্ত লড়াই জারি রাখব। তবে এখন বেঙ্গালুরু ম্যাচেই আমাদের ফোকাস।’ ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে হায়দরাবাদ এফসি। ফলে শীর্ষে ওঠার লড়াইয়ে নিজেদের জয়ের পাশাপাশি হায়দরাবাদের দিকেও তাকিয়ে থাকতে হবে এটিকে মোহনবাগানকে। অতীত ভুলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ৩ পয়েন্ট তোলার লক্ষ্যে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। ১৭ ম্যাচে ২৫ গোল হজম করেছে এটিকে মোহনবাগান। রক্ষণেও একটা সমস্যা দেখা যাচ্ছে। যদিও সাংবাদিক সম্মেলনে সেটাকে আড়ালই করলেন ফেরান্দো। পর্যাপ্ত ট্রেনিং সেশনের অভাবের কথা শোনা যায় ফেরান্দোর গলায়।
আচমকাই নিষ্প্রভ দেখাচ্ছে রয় কৃষ্ণাকে। গত ম্যাচে লাল কার্ড দেখায় বেঙ্গালুরুর বিরুদ্ধে তাঁকে পাবেন ও না ফেরান্দো। যদিও বাগান কোচ কৃষ্ণার প্রশংসাই করলেন। মাঠের বাইরে যে ভাবে দলকে উজ্জীবিত করেন রয়, সেই কথা শোনা যায় তাঁর গলায়। একই সঙ্গে ফেরান্দো বলেন, ‘সেট পিসে অনুশীলনে আরও নজর দেওয়া উচিত। ওখান থেকে কি ভাবে গোল করা যায়, সেদিকে নজর দিতে হবে আমাদের।’ বিপক্ষের সুনীল ছেত্রীকে নিয়ে সতর্ক থাকছেন ফেরান্দো। এছাড়া বেঙ্গালুরু এফসি আক্রমণ আর রক্ষণের প্রশংসাও শোনা যায় বাগান কোচের গলায়।
আরও পড়ুন: Russia-Ukrain Conflict: বক্সিং গ্লাভস ছেড়ে বন্দুক হাতে ২ বিশ্বচ্যাম্পিয়ন