ISL Final: যুবভারতীতে বেঙ্গালুরু মালিকের গায়ে ছোড়া হল আতসবাজি, রেগে কাঁই পার্থ জিন্দাল

যুবভারতীতে ২-১ ব্যবধানে বেঙ্গালুরুকে হারিয়ে ভারতসেরা হয়েছেন জেসন কামিংসরা। স্বাভাবিকভাবেই এই জয়ে বাগান সমর্থকরা রীতিমতো উচ্ছ্বসিত। মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই গ্যালারিতে আতসবাজি জ্বালাতে দেখা যায়। আর তা থেকেই বাজি গায়ে লাগার কথা জানিয়েছেন বেঙ্গালুরু এফসির মালিক।

ISL Final: যুবভারতীতে বেঙ্গালুরু মালিকের গায়ে ছোড়া হল আতসবাজি, রেগে কাঁই পার্থ জিন্দাল
যুবভারতীতে বেঙ্গালুরু মালিকের গায়ে ছোড়া হল আতসবাজি, মুখ খুললেন রেগে কাঁই পার্থ জিন্দালImage Credit source: PTI

Apr 13, 2025 | 12:15 PM

কলকাতা: তিলোত্তমার আকাশে-বাতাসে উড়ছে সবুজ-মেরুন আবির। চারিদিকে সবুজ-মেরুন রোশনাই। মোহনবাগানের নামে স্লোগান। এটাই ছিল শনি-রাতে যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবি। আইএসএলে এ বার মোহনবাগানের দ্বি-মুকুট। লিগ শিল্ড আগেই এসেছিল বাগান শিবিরে। এরপর বেঙ্গালুরু এফসিকে (Bengaluru FC) হারিয়ে চ্যাম্পিয়ন মোহনবাগান (Mohun Bagan)। আর এই ম্যাচ দেখতে যুবভারতীতে হাজির ছিলেন বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দাল। ম্যাচের শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে অভিযোগ তুলেছেন নিরাপত্তা নিয়ে।

যুবভারতীতে ২-১ ব্যবধানে বেঙ্গালুরুকে হারিয়ে ভারতসেরা হয়েছেন জেসন কামিংসরা। স্বাভাবিকভাবেই এই জয়ে বাগান সমর্থকরা রীতিমতো উচ্ছ্বসিত। মোহনবাগান চ্যাম্পিয়ন হতেই গ্যালারিতে আতসবাজি জ্বালাতে দেখা যায়। আর তা থেকেই বাজি গায়ে লাগার কথা জানিয়েছেন বেঙ্গালুরু এফসির মালিক। পার্থ জিন্দাল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, বেঙ্গালুরু এফসির ছেলেদের সমর্থন করার সময় তাঁর গায়ে আতসবাজি লাগে। তিনি লেখেন, ‘স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসির ছেলেদের সমর্থন করার সময় আমার গায়ে আতসবাজি লাগে। কলকাতায় আইএসএল ফাইনালের সময় এই রকমের নিরাপত্তা কি আমরা আশা করব?’

ফাইনাল ম্যাচের শেষে যুবভারতী থেকে বেরোনর সময় মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থকদের বিরুদ্ধে বেশ কিছুটা উষ্মাপ্রকাশ করেন বেঙ্গালুরুর মালিক পার্থ জিন্দাল। তাঁর কথায়, ‘আমার গায়ে আতসবাজি লেগেছিল। আমি মনে করি, ফুটবলে হিংসার কোনও জায়গা নেই। তাই সকলকে আমার অনুরোধ যে, স্টেডিয়ামে খেলা দেখতে আসার সময় বাজি নিয়ে আসবেন না। আপনারা খেলাটা উপভোগ করুন। কিন্তু অ্যাওয়ে দলের সমর্থক বা আমাদের মতো কারও দিকে আতসবাজি অন্তত ছুড়বেন না।’