AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan-East Bengal: আটক ৫, আরজি করে রাত দখলের মতো আশঙ্কা! জমায়েতে বাধা বিধাননগর পুলিশের

RG Kar Case: দুপুরে টানা বৈঠক হয়েছে পুলিশ কর্তাদের। একাধিক প্রতিবাদ মিছিল সভা করার ডাক ওই এলাকায়। ডুরান্ড ডার্বি (Durand Derby) বাতিল হলেও সভা করার পরিকল্পনা ছিল দুই প্রধানের সমর্থকদের। আরজি করের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সতর্ক পুলিশ।

Mohun Bagan-East Bengal: আটক ৫, আরজি করে রাত দখলের মতো আশঙ্কা! জমায়েতে বাধা বিধাননগর পুলিশের
Mohun Bagan-East Bengal: আটক ৫, আরজি করে রাত দখলের মতো আশঙ্কা! জমায়েতে বাধা বিধাননগর পুলিশের
| Updated on: Aug 18, 2024 | 7:30 PM
Share

কলকাতা: বাঙালির বড় ম্যাচ বাতিল। বৃষ্টি উপেক্ষা করেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দুই দলের সমর্থকরা আরজি কর কাণ্ডের প্রতিবাদে সামিল হয়েছেন। পরিস্থিতি বিচার করে যুবভারতী স্টেডিয়ামের চারপাশে জমায়েতে নিষেধাজ্ঞা বিধাননগর পুলিশের। দুপুরে টানা বৈঠক হয়েছে পুলিশ কর্তাদের। একাধিক প্রতিবাদ মিছিল সভা করার ডাক ওই এলাকায়। ডুরান্ড ডার্বি (Durand Derby) বাতিল হলেও সভা করার পরিকল্পনা ছিল দুই প্রধানের সমর্থকদের। আরজি করের ঘটনার পুনরাবৃত্তি রুখতে সতর্ক পুলিশ। স্টেডিয়ামের সামনে বড় বিক্ষোভের ডাক দিয়েছিলেন দুই দলের সাপোর্টাররা। তিলোত্তমা কাণ্ডে বিচার চেয়ে ফুঁসছেন ইস্ট-মোহন ভক্তরা। এই পরিস্থিতিতে বিধাননগর পুলিশের নগরপাল একটি প্রেস মিট করেছেন।

বিধাননগর পুলিশের নগরপাল প্রেসমিটে বলেন, ‘আপামর জনতাকে আমি অনুরোধ করছি, আজ যেন এখানে কেউ এখানে জমায়েত না করেন। হয়তো মানুষজন শান্তিপূর্ণ জমায়েত করার চেষ্টা করবেন। কিন্তু তাঁদের মধ্যে কিছু বিশৃঙ্খল মানুষ ঢুকতে চলেছেন বলে আমরা জানতে পেরেছি। আমাদের কাছে অনেক অডিয়ো ক্লিপ রয়েছে। অনেক তথ্য পেয়েছি।’

রবিবার ৫ জনকে আটক করেছে বিধাননগর পুলিশ। বিধাননগর পুলিশের নগরপাল আরও বলেন, ‘ইতিমধ্যে ৫জনকে আটক করা হয়েছে। আমরা জিজ্ঞাসাবাদ করছি। যে ৫ জনকে আমরা আটক করেছি তাদের নাম রাকেশ পাল, শুভম চক্রবর্তী, রজত নন্দী, সাগ্নিক গুহ ও অনীশ দত্ত। সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের সঙ্গে আর কেউ বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।’

বিধাননগর পুলিশের DC অনীশ সরকার জানান, ১৪৪ ধারা, যা এখন বিএনএসএসের ১৬৩ ধারার অধীনে আজ বিকেল ৪ থেকে রাত ১২টা অবধি স্টেডিয়াম ও তার আশেপাশের এলাকাতে জারি থাকবে। বিধানগর পুলিশের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হচ্ছে, স্টেডিয়াম সংলগ্ন স্থানে না আসার। প্রেসমিটে তিনি আরও বলেন, ‘২টো অডিয়ো ক্লিপ আমরা আপনাদের শুনিয়েছি। আজ যদি ডার্বি হত, তা হলে পরিকল্পনা ছিল কিছু লোকজনের সেখানে বিশৃঙ্খলা তৈরি করার। আমরা অনেককিছু পেয়েছি। আরও ভালো করে তদন্ত করতে হবে। ফুটবলপ্রেমীদের আমি অনুরোধ করছি, এখানে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা হতে পারে। তেমন পরিস্থিতি যাতে না হয়, তাই আমরা সকলকে এখানে জমায়েত করতে নিষেধ করছি। আমাদের কাছে যে ফোর্স রয়েছে, তাতে যদি ৬০-৬২ হাজার মানুষ যদি মাঠে দৌড়াদৌড়ি শুরু করে সেক্ষেত্রে পদপৃষ্ঠ হওয়ার ঘটনাও ঘটতে পারত।’