World Cup Qualifiers 2022: কাতার বিশ্বকাপের মূলপর্বে ব্রাজিল

TV9 Bangla Digital | Edited By: কৌস্তভ গঙ্গোপাধ্যায়

Nov 12, 2021 | 12:37 PM

১২ ম্যাচে ঝুলিতে ৩৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ৯ পয়েন্ট বেশি পেয়েছেন নেইমাররা। গ্রুপ টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। পঞ্চম দলকে খেলতে হবে প্লে অফ। ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জিতল ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল দলগুলির মধ্যে নজিরবিহীন রেকর্ড।

World Cup Qualifiers 2022: কাতার বিশ্বকাপের মূলপর্বে ব্রাজিল
ব্রাজিল দল। ছবি: টুইটার

Follow Us

সাও পাওলো: ২০২২ কাতার বিশ্বকাপের টিকিট পেয়ে গেল ব্রাজিল (Brazil)। দক্ষিণ আমেরিকার (South America) প্রথম দল হিসেবে বিশ্বকাপে যোগ্যতা অর্জন করল সেলেকাওরা। ঘরের মাঠে কলম্বিয়াকে (Colombia) ১-০ হারাতেই বিশ্বকাপের ছাড়পত্র অর্জন করলেন নেইমাররা (Neymar)।

 

খেলার ৭২ মিনিটে ব্রাজিলের হয়ে জয়সূচক গোল লুকাস পাকুয়েতার (Lucas Paqueta)। দক্ষিণ আমেরিকা অঞ্চলের গ্রুপ টেবিলের শীর্ষে ব্রাজিল। ১২ ম্যাচে ঝুলিতে ৩৪ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্টিনার চেয়ে ৯ পয়েন্ট বেশি পেয়েছেন নেইমাররা। গ্রুপ টেবিলের প্রথম চার দল সরাসরি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে। পঞ্চম দলকে খেলতে হবে প্লে অফ। ঘরের মাঠে টানা ১১ ম্যাচ জিতল ব্রাজিল। দক্ষিণ আমেরিকা অঞ্চলের ফুটবল দলগুলির মধ্যে নজিরবিহীন রেকর্ড। ঘরের মাঠে ১০ ম্যাচে কোনও গোল হজম করেনি সেলেকাওরা। এটাও এক বিরল রেকর্ড।

 

 

 

সাও পাওলোয় এ দিনের ম্যাচে মোট ৪৪টা ফাউল হয়। দুই দলের ফুটবলাররা মিলিয়ে ৭টা হলুদ কার্ড দেখেন। বিশ্বকাপের টিকিট অর্জন করে ফেলার পর ড্রেসিংরুমে সেলিব্রেশন করেন নেইমার-পাকুয়েতারা। ড্রেসিংরুমের ছবিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

 

আরও পড়ুন: T20 World Cup 2021: ‘স্পিরিট অফ ক্রিকেট’ অস্ট্রেলিয়াকে তুলোধোনা গম্ভীর ও হরভজনের

Next Article