Neymar: ২৭২৯৭৮৪১৫! পরিবেশ আইন লঙ্ঘন করে কত টাকা জরিমানা হল নেইমারের?

সম্প্রতি পরিবেশ আইন লঙ্ঘন করে বড়সড় শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (Neymar)। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। এ বার মাঠের বাইরেও তাঁর সময়টা ভালো কাটছে না।

Neymar: ২৭২৯৭৮৪১৫! পরিবেশ আইন লঙ্ঘন করে কত টাকা জরিমানা হল নেইমারের?
Neymar: ২৭২৯৭৮৪১৫! পরিবেশ আইন লঙ্ঘন করে কত টাকা জরিমানা হল নেইমারের?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 04, 2023 | 11:27 AM

রিও ডি জেনেইরো: তারকা বলে তিনি ছাড় পেলেন না। নিয়ম সকলের জন্যই সমান। সম্প্রতি পরিবেশ আইন লঙ্ঘন করে বড়সড় শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র (Neymar)। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে রয়েছেন নেইমার। এ বার মাঠের বাইরেও তাঁর সময়টা ভালো কাটছে না। রিও ডি জেনেইরোর সমুদ্র তীরবর্তী অঞ্চলে এক বিলাসবহুল প্রাসাদের মতো বাড়ি রয়েছে নেইমারের। সেখানে বেশ কিছু নতুন জিনিস যোগ করতে গিয়েই এই বিপুল জরিমানার মুখে পড়তে হল ব্রাজিলিয়ান তারকাকে। পরিবেশ আইন ভেঙে কত টাকা খসল নেইমারের পকেট থেকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

রিও দে জেনেইরোর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাবিতা বিলাসবহুল প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। স্থানীয় সংবাদমাধ্যমে খবর অনুযায়ী, ২০১৬ সালে নেইমার ওই জায়গা কিনেছিলেন। প্রায় আড়াই একর জায়গা জুড়ে নেইমারের ওই প্রাসাদে হেলিপ্যাড, স্পা, জিমসহ আরও অনেক কিছুই রয়েছে। নেইমারের বিরুদ্ধে মূল অভিযোগ ছিল, পরিবেশ পর্যবেক্ষণ কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই ওই প্রাসাদ বানিয়েছেন তিনি। এরপর তাঁকে আইনি নোটিশ পাঠানো হয়। ওই প্রাসাদটির নির্মাণকাজ বন্ধও হয়ে যায়।

স্থানীয় পরিবেশ বিভাগ জানায়, নেইমারের প্রাসাদোপম বাড়িটি বানানোর জন্য লেক থেকে তাদের অনুমতি ছাড়াই জল, পাথর ও বালির ব্যবহার করেছেন। নেইমারের পরিবেশ আইন ভঙ্গের মাত্রা গুরুতর হওয়ায় তাঁর বড়সড় জরিমানা হয়েছে। ৩.৩৩ মিলিয়ন ডলার জরিমানা হয়েছে তাঁর। ভারতীয় মুদ্রায় যা প্রায় সাড়ে ২৭ কোটি টাকার মতো (২৭ কোটি ২৯ লক্ষ ৭৮ হাজার ৪১৫ টাকা)। শুধু জরিমানা দিয়েই রেহাই মিলছে না নেইমারের। অন্যান্য পরিবেশ নিয়ন্ত্রণ সংস্থাগুলির মধ্যে স্থানীয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, রাজ্য সিভিল পুলিশ এবং পরিবেশ সুরক্ষা অফিসের পক্ষ থেকে মামলাটির তদন্ত করা হবে। নেইমারের মুখপাত্র এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। এ বছরের মার্চ মাসে দোহায় ডান পায়ের গোড়ালির অস্ত্রোপচার করিয়েছিলেন নেইমার। এর মধ্যে ব্রাজিলিয়ান তারকা প্যারিসের ক্লাব পিএসজিতে আর খেলবেন কিনা, তা নিয়েও চলছে বিস্তর জল্পনা-কল্পনা।