Neymar: হাঁটুতে সফল অস্ত্রোপচার, বেশ কয়েক মাস মাঠের বাইরে নেইমারের
গত মাসের ১৭ তারিখ উরুগুয়ের বিরুদ্ধে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। যন্ত্রণায় কেঁদে ফেলেছিলেন নেইমার। তখনই অনুমান করা হয়েছিল, নেইমারের এই চোট বেশ বড়সড়। পর পর কিছু পরীক্ষার পর তাই ধরা পড়েছিল। নেইমারের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন ডাঃ রড্রিগো লাসমার।

রিও দে জেনেইরো: উরুগুয়ের বিরুদ্ধে প্রাক বিশ্বকাপের ম্যাচে হাঁটুতে মারাত্মক চোট পেয়েছিলেন। হাঁটুতে অস্ত্রোপচার হল নেইমারের। ব্রাজিলের (Brazil) জাতীয় টিমের চিকিৎসক রড্রিগো লাসমার মহাতারকার অপারেশন করেছেন। অস্ত্রোপচার সফল হয়েছে। বেলো হরিজন্তের মাতের দেই হাসপাতালে আগামী দু’দিন তাঁকে পর্যবেক্ষণের জন্য রাখা হবে। কবে নাগাদ মাঠে ফিরতে পারেন নেইমার (Neymar), তা অবশ্য এখনও জানা যায়নি। তবে ব্রাজিলিয়ান তারকার চোট নিয়ে আশঙ্কায় ছিলেন অনেকেই। আপাতত বেশ কিছুদিন ফুটবল মাঠে দেখা যাবে না নেইমারকে। TV9Bangla Sports এ বিস্তারিত।
গত মাসের ১৭ তারিখ উরুগুয়ের বিরুদ্ধে হাঁটুতে মারাত্মক চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল নেইমারকে। যন্ত্রণায় কেঁদে ফেলেছিলেন নেইমার। তখনই অনুমান করা হয়েছিল, নেইমারের এই চোট বেশ বড়সড়। পর পর কিছু পরীক্ষার পর তাই ধরা পড়েছিল। নেইমারের বাঁ হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছিলেন ডাঃ রড্রিগো লাসমার। ২০১৮ সালে নেইমার পায়ে চোট পেয়েছিলেন। সে সময়ও তিনি অপারেশন করেছিলেন। এ বারও তাই করলেন। তিনি বলেছেন, ‘অস্ত্রোপচার সফল। ওর অ্যান্টেরিওর ক্রসিয়েট লিগামেন্টের পাশাপাশি আরও দুটো ছোট চোটেও অস্ত্রোপচার করা হয়েছে। সব মিলিয়ে ওর অপারেশন নিয়ে আমরাও সন্তুষ্ট।’
কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন নেইমার, তা নিয়ে ডাঃ লাসমার কোনও মন্তব্য করেননি। তবে যা জানা যাচ্ছে, তাতে বেশ কয়েক মাস মাঠের বাইরেই থাকতে হবে তাঁকে। নভেম্বর মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ রয়েছে ব্রাজিলের। তাতে খেলতে পারবেন না। বার্সেলোনা ছাড়ার পর থেকেই নেইমারের চোট প্রবণতা বেড়েছে। পিএসজিতে ছ’টা মরসুম খেললেও কখনওই নিজের সেরাটা দিতে পারেননি। সব ম্যাচও খেলতে পারেননি। সেই তিনিই সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন। কিন্তু সেই ক্লাবের জার্সিতে আবার কবে নামতে পারবেন, কেউ জানে না। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে মুম্বইয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলবে আল হিলাল। কিন্তু তাতে দেখা যাবে না নেইমারকে। ফলে ওই ম্যাচের উন্মাদনা অনেকটাই কমে গেল।





