লন্ডন: এ রকম বিরল রেকর্ড আর কোনও ফুটবল ক্লাবের আছে কিনা দেখতে হবে। চিরকালই খারাপ ফুটবল খেলার নির্দশন দেখিয়েছে ইংল্যান্ডের ক্লাব বার্নলে (Burnley)। বদনাম ঘোচাতে পারেনি কোনও দিনই। বিশ্রী ফুটবল ক্লাবের তকমাও দিয়েছেন কেউ কেউ। সেই বার্নলেই এ বার নতুন রেকর্ড তৈরি করল।
টানা ১০০টা ম্যাচ লাল কার্ড দেখেনি বার্নলের কোনও ফুটবলার। ফুটবলবিশ্বে যা বিরল নজির। কোচ সিন ডাইখের হাতে পড়ে বদলে গিয়েছে ফুটবলারদের পরিভাষা। এমন নজির পৃথিবীর আর কোনও ফুটবল দলের আছে কিনা তার হদিশ দিতে পারছেন না কেউই। তবে বার্নলের এই কীর্তি নিঃসন্দেহে ঢুকে পড়েছে ইতিহাসের পাতায়। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা প্রথম ক্লাব যার ঝুলিতে এমন রেকর্ড। তবে ১৯৯২ সালে ইপিএলের আত্মপ্রকাশের পর একমাত্র ইপসিচ টাউনের দখলে দীর্ঘদিন এমন রেকর্ড ছিল। ১৯৯৪ সাল পর্যন্ত ইপসিচ টাউনের (Ipswich Town) কোনও ফুটবলার লাল কার্ড দেখেনি। টানা ৯৪টা ম্যাচ লাল কার্ড না দেখার এমন রেকর্ড ছিল সেই ক্লাবের দখলে। সেই রেকর্ড ভেঙেচুরে দিয়ে এ বার সেঞ্চুরি অতিক্রম করল বার্নলে।
২ বছর আগে শেষ বার বার্নলের কোনও ফুটবলার লাল কার্ড দেখেছিলেন। ২০১৯ সালের ২ জানুয়ারি হাডার্সফিল্ডের বিরুদ্ধে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন রবি ব্র্যাডি। আড়াই বছর আর কোনও ফুটবলার লাল কার্ড দেখেননি। প্রিমিয়ার লিগে এখনও পর্যন্ত ২৭৩টা ম্যাচ খেলেছে বার্নলে। তার মধ্যে লাল কার্ড দেখেছে ৭ বার। সেই ৭টার মধ্যে প্রতিটা ম্যাচই অ্যাওয়ে। লিভারপুলের (Liverpool) দখলে এরকম এক বিরল নজির রয়েছে। ১৯৯২ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ঘরের মাঠে টানা ১৩১টা ম্যাচ লাল কার্ড দেখেনি লিভারপুল। তবে হোম এবং অ্যাওয়ে সব মিলিয়ে ১০০ ম্যাচ লাল কার্ড না দেখার বিরল কীর্তি একমাত্র বার্নলের দখলেই।
আরও পড়ুন : UEFA Nations League: ইতালির দৌড় থামাল স্পেন