CFL 2023: ফের নজরকাড়া পারফরম্যান্স, লিগে মহমেডানের জয়ের হ্যাটট্রিক
Calcutta Football League: তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়। এ দিন পাঠচক্রকে ৪-০ ব্যবধানে হারাল সাদা-কালো ব্রিগেড। কলকাতা লিগে মহমেডান স্পোর্টিং এবং অন্যান্য ম্যাচের বিস্তারিত রইল।
কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হয়েছে বেশ কিছুদিন। লিগে এখনও অবধি অন্যতম ধারাবাহিক দল মহমেডান স্পোর্টিং। ঘরের মাঠে ম্যাচ। সমর্থকরা গ্যালারিতে। এমন পরিস্থিতিতে ধারাবাহিকতা না দেখানোটাই হয়তো অবাক করার মতো। এ বারের লিগে তিন ম্যাচ খেলে তিনটিতেই জয়। এ দিন পাঠচক্রকে ৪-০ ব্যবধানে হারাল সাদা-কালো ব্রিগেড। কলকাতা লিগে মহমেডান স্পোর্টিং এবং অন্যান্য ম্যাচের বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
প্রথম দু- ম্যাচেই মহমেডানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ডেভিড লালহানসাঙ্গা। এ দিনও অন্যথা হল না। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন। গত ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে জয়সূচক একমাত্র গোল ডেভিডের। এ দিন পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচের ২৬ মিনিটে মহমেডানকে এগিয়ে দেন ডেভিডই। এ বারের লিগে ইতিমধ্যেই পাঁচ গোল হয়ে গেল তাঁর। পাঠচক্রের বিরুদ্ধে প্রথমার্ধে ১-০ এগিয়ে ছিল মহমেডান। দ্বিতীয়ার্ধে আরও তিন গোল।
ম্যাচের ৬১ মিনিটে মহমেডানের পক্ষে স্কোর লাইন ২-০ করেন বিকাশ সিং। লিগে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করা বেনেস্টন ব্যারেটো গত ম্যাচে গোলের খাতা খুলতে পারেননি। এ দিন দলের জয়ে তৃতীয় গোলটি করেন তিনি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সুজিত সিংয়ের অনবদ্য গোলে ৪-০ ব্যবধানে জয় মহমেডানের। ব্যারেটো একটি গোল এবং একটি অ্যাসিস্টে ম্যাচের সেরা।
লিগের অন্য ম্যাচে ২-০ ব্যবধানে জিতল ডায়মন্ডহারবার এফসি। ক্যালকাটা ফুটবল ক্লাবের বিরুদ্ধে ম্যাচের ১৫ মিনিটে গোল রাহুল পাসওয়ানের। ৩৩ মিনিটে স্কোর লাইন ২-০ করেন সৌরভ ভানওয়ালা। অন্য দিকে, ইউনাইটেড স্পোর্টসকে ১-০ ব্যবধানে হারায় সাদার্ন সমিতি। তাদের জয়ে একমাত্র গোল সৌগত হাঁসদার। সজন সাহানির একমাত্র গোলে টালিগঞ্জ অগ্রগামীকে হারাল পিয়ারলেস ক্লাব। এরিয়ানের বিরুদ্ধে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিল ক্যালকাটা কাস্টমস ক্লাবে। তাদের হয়ে গোল দুটি করেন সুরজিৎ হাঁসদা ও বিষ্ণু। এরিয়ানের একমাত্র গোল সৈকত সরকারের।