East Bengal: আজ দুপুরে নিজেদের মাঠে লিগের ম্যাচে ইস্টবেঙ্গল

East Bengal CFL 2024: ছুটির দিনে ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ। রবিবার গ্যালারিতে প্রচুর সমর্থক আশা করছেন বিনো জর্জ। দলও ছন্দে আছে। লাল-হলুদ কোচ মনে করছেন, দর্শকদের উপস্থিতি ফুটবলারদের আরও উদ্বুদ্ধ করতে পারে। ইউরো, কোপার বাজারে কলকাতা ফুটবলের আবেগ দেখাতে তৈরি বাংলার ফুটবল সমর্থকও।

East Bengal: আজ দুপুরে নিজেদের মাঠে লিগের ম্যাচে ইস্টবেঙ্গল
Image Credit source: EMAMI EAST BENGAL
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2024 | 12:50 AM

কলকাতা: ঘরোয়া লিগের প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ইস্টবেঙ্গল। টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে বিনো জর্জের ছেলেরা। লিগের প্রথম ম্যাচ বারাকপুরে খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদ ব্রিগেড খেলতে নামবে নিজেদের মাঠে। ময়দানে একমাত্র মহমেডান স্পোর্টিং চলতি লিগে নিজেদের মাঠে খেলেছে। মোহনবাগান মাঠের সংস্কার চলায় অন্যত্র খেলছে। ইস্টবেঙ্গল মাঠের সংস্কারও সম্পন্ন না হওয়ায় প্রথম ম্যাচ খেলেছিল বারাকপুরে। রবিবার লাল-হলুদ ব্রিগেডের প্রতিপক্ষ জর্জ টেলিগ্রাফ।

গত বছর অল্পের জন্য ঘরোয়া লিগ হাতছাড়া হয় ইস্টবেঙ্গলে। এবার আর সেই পুনরাবৃত্তি চান না লাল হলুদ কোচ বিনো জর্জ। প্রথম থেকেই দুরন্ত ফর্মে ইস্টবেঙ্গল। শ্যামল বেসরা, অমন সিকে, সুব্রত মুর্মু, জেসিন টিকে, সায়ন বন্দ্যোপাধ্যায় একঝাঁক তরুণ প্রতিভাবান ফুটবলার আছে ইস্টবেঙ্গলে। এরই মাঝে লাল-হলুদে ফিরে এসেছেন সার্থক গোলুই আর হীরা মণ্ডল। রিজার্ভ টিমকে বেশ শক্তিশালী দেখাচ্ছে। জর্জের বিরুদ্ধে ৩ পয়েন্ট তুলে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়াই লক্ষ্য ইস্টবেঙ্গলের। ২ ম্যাচে ৩ পয়েন্ট জর্জের ঝুলিতে। বিপক্ষকে হালকা চোখে দেখতে নারাজ লাল-হলুদ ব্রিগেড।

ছুটির দিনে ঘরের মাঠে মরসুমের প্রথম ম্যাচ। রবিবার গ্যালারিতে প্রচুর সমর্থক আশা করছেন বিনো জর্জ। দলও ছন্দে আছে। লাল-হলুদ কোচ মনে করছেন, দর্শকদের উপস্থিতি ফুটবলারদের আরও উদ্বুদ্ধ করতে পারে। ইউরো, কোপার বাজারে কলকাতা ফুটবলের আবেগ দেখাতে তৈরি বাংলার ফুটবল সমর্থকও।