FIFA World Cup 2022: বিশ্বকাপে অন্যতম ফেভারিট মানলেও সতর্ক ব্রাজিলের এই তারকা
Casemiro: গত বিশ্বকাপে রাশিয়ায় ক্যাসেমিরো নিজের প্রথম বিশ্বকাপ খেলেন। ধারাবাহিক ভাল পারফর্ম করেছিলেন। প্রত্যাশা মতোই এ বারের বিশ্বকাপ দলেও সুযোগ পেলেন।
লন্ডন : সোমবার কাতার বিশ্বকাপের (Qatar World Cup 2022) ২৬ জনের দল ঘোষণা করেছেন ব্রাজিল (Brazil) কোচ তিতে। বিশ্বকাপ দলে দ্বিতীয় বারের জন্য সুযোগ পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন ক্যাসেমিরো। দীর্ঘদিন রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ক্লাব ফুটবলে বহু সাফল্য পেয়েছেন। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক ছিন্ন করে এই মরসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন ক্যাসেমিরো। জাতীয় দলের হয়ে ৬৫টি ম্যাচে ৫টি গোল রয়েছে ব্রাজিলের এই ফুটবলারের। ব্রাজিলের মাঝ মাঠের নির্ভরযোগ্য ফুটবলার ক্য়াসেমিরা (Casemiro)। দ্বিতীয় বার বিশ্বকাপ খেলার সুযোগ। কী বলছেন ক্যাসেমিরো? তুলে ধরল TV9Bangla।
গত বিশ্বকাপে রাশিয়ায় ক্যাসেমিরো নিজের প্রথম বিশ্বকাপ খেলেন। ধারাবাহিক ভাল পারফর্ম করেছিলেন। প্রত্যাশা মতোই এ বারের বিশ্বকাপ দলেও সুযোগ পেলেন। এ বারের বিশ্বকাপ জিততে মরিয়া সেলেকাওরা। নেইমার, ভিনিসিয়াস এর পাশে ক্যাসেমিরো দারুণ ভাবে দলে নিজের ভূমিকা পালন করে এসেছেন। তাই তাঁর ওপর ভরসা রেখেছেন কোচ তিতে। দ্বিতীয় বারের জন্য বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে ক্যাসেমিরো বলছেন, ‘আমি খুবই খুশি। আমার কাছে এটি স্বপ্ন বাস্তবে পরিণত হওয়ার মতো। নিজের দেশের জার্সি গায়ে প্রতিনিধিত্ব করাটা ছেলেবেলার স্বপ্ন। আমার ওপর ভরসা রাখার জন্য এবং এ ভাবে পাশে থাকার জন্য সমর্থকেদের ধন্যবাদ।’ ক্যাসেমিরো আরও বলছেন, ‘এ বারের বিশ্বকাপের ফেভারিট হিসেবে শুরু করব আমরা। তবে ফুটবলে আগে থেকে কিছু বলাটাও ঠিক নয়।’
ক্যাসেমিরোর মতোই কোচ তিতেরও এটা দ্বিতীয় বিশ্বকাপ। কোচ সম্পর্কে ক্যাসেমিরোর বলেছেন, ‘বিশ্বকাপের দল কীভাবে খেলবে তার জন্য কোচের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমার মতে, দলের আত্মবিশ্বাস থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমরা ভালো খেলতে জানি। চ্যাম্পিয়ন হতে ৭ টি ম্যাচ জিততে হবে। বিশ্বকাপ জেতার জন্য প্রস্তুত।’ পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। লক্ষ্য এ বার ষষ্ঠ ট্রফিতে।