AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohun Bagan vs Mohammedan SC: আজ মোহনবাগানের বিরুদ্ধে জিতলেই লিগ চ্যাম্পিয়ন মহমেডান

Calcutta Football League: টানা তৃতীয় বার লিগ জেতার সামনে মহমেডান স্পোর্টিং। বিদেশিহীন লিগে এ বার নজর কেড়েছেন ডেভিড লালহানসাঙ্গা। মহমেডানের এই তরুণ স্ট্রাইকার ইতিমধ্যেই ২০টি গোল করেছেন। গত ম্যাচে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে জয়েও গোল করেছিলেন ডেভিড। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে মহমেডান। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে এই ম্যাচে জয়ই যথেষ্ঠ। গ্রুপ পর্বে মোহনবাগানের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল মহমেডান স্পোর্টিং। মিনি ডার্বিতে রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখা গিয়েছিল।

Mohun Bagan vs Mohammedan SC: আজ মোহনবাগানের বিরুদ্ধে জিতলেই লিগ চ্যাম্পিয়ন মহমেডান
Image Credit: MSC
| Edited By: | Updated on: Sep 29, 2023 | 7:30 AM
Share

কলকাতা: মহমেডান স্পোর্টিং ক্লাব এবং কলকাতা লিগের ট্রফি। মাঝে শুধুই মোহনবাগান। কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনে সুপার সিক্স পর্ব। নিজেদের শেষ ম্যাচে আজ মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে নামছে মহমেডান স্পোর্টিং। এই ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন সাদা-কালো ব্রিগেড। ড্র কিংবা হারলে অপেক্ষা বাড়বে। তখন অন্য ম্যাচের ওপরও নির্ভর করবে তাদের ভাগ্য। যদিও অন্যের দিকে তাকিয়ে থাকতে নারাজ মহমেডান স্পোর্টিং। শক্তিশালী মোহনবাগানকে হারিয়ে আজই চ্যাম্পিয়ন হওয়ায় নজর। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

লিগের ফাইনাল হয় না। কিন্তু মহমেডান স্পোর্টিংয়ের কাছে আজকের ম্যাচ ফাইনালই। অপেক্ষায় নারাজ সাদা-কালো শিবির। এ বার ডুরান্ড কাপে অনবদ্য খেলেছিল মহমেডান। অল্পের জন্য নকআউটে যেতে পারেনি তারা। গোল পার্থক্যে পিছিয়ে পড়েছিল। ভালো খেলেও নকআউটে না যাওয়ার হতাশা ছিল সাদা-কালো শিবিরে। তবে কলকাতা লিগে ধারাবাহিক ভালো খেলেছে। গ্রুপ পর্বে ডায়মন্ডহারবার এফসির কাছে হেরেছিল মহমেডান। এ বারের লিগে সেটাই তাদের প্রথম হার ছিল। সুপার সিক্স পর্বে সেই ডায়মন্ডহারবার এফসিকে দ্বিতীয়ার্ধের গোলে ২-০ হারিয়েছে মহমেডান। এ বার লক্ষ্য মোহনবাগানকে হারিয়ে খেতাব জয়।

টানা তৃতীয় বার লিগ জেতার সামনে মহমেডান স্পোর্টিং। বিদেশিহীন লিগে এ বার নজর কেড়েছেন ডেভিড লালহানসাঙ্গা। মহমেডানের এই তরুণ স্ট্রাইকার ইতিমধ্যেই ২০টি গোল করেছেন। গত ম্যাচে ডায়মন্ডহারবারের বিরুদ্ধে জয়েও গোল করেছিলেন ডেভিড। ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে মহমেডান। চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করতে এই ম্যাচে জয়ই যথেষ্ঠ। গ্রুপ পর্বে মোহনবাগানের বিরুদ্ধে ২-২ ড্র করেছিল মহমেডান স্পোর্টিং। মিনি ডার্বিতে রুদ্ধশ্বাস একটা ম্যাচ দেখা গিয়েছিল।

ইস্টবেঙ্গল গত ম্যাচে ১০ গোলে জিতে লিগের দৌড়ে রয়েছে। তার জন্য আজ তাকিয়ে থাকতে হবে মোহনবাগানের দিকেই। মোহনবাগান যদি মহমেডানকে হারিয়ে দেয় সেক্ষেত্রে ক্ষীণ আশা হলেও থাকবে ইস্টবেঙ্গলের। অপেক্ষা বাড়বে মহমেডানের।

মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মহমেডান স্পোর্টিং, বিকেল ৩টে,

কিশোরভারতী স্টেডিয়াম, ইনস্পোর্টসে সরাসরি