ইস্তানবুল থেকে পোর্তোতে সরল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল

May 13, 2021 | 4:47 PM

বৃহস্পতিবার পোর্তোতে ম্যাচ সরানোর পাশাপাশি উয়েফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দুই ক্লাবের সব মিলিয়ে ১২ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন।

ইস্তানবুল থেকে পোর্তোতে সরল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল
সৌজন্যে-টুইটার

Follow Us

লন্ডন: আলোচনা ছিলই। সেই পথেই হাঁটল উয়েফা (UEFA)। করোনার (COVID-19) কারণে ইস্তানবুল (Istanbul) থেকে সরে গেল চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল (Champions League Final)। তার বদলে পোর্তোতে (Porto), ২৯ মে ম্যাঞ্চেস্টার সিটি বনাম চেলসির (Manchester City vs Chelsea) ফাইনাল ম্যাচ হবে।

ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল খেলার জন্য দুই টিমের দুই কোচ তৈরি হচ্ছিলেন। কিন্তু করোনার প্রভাবে সপ্তাহ খানেক আগেই ইংল্যান্ডকে ‘রেড লিস্ট’ অন্তর্ভুক্ত করে ফেলে ইস্তানবুল সরকার। যার অর্থ ছিল, সিটি ও চেলসি ফাইনাল খেললেও তাদের সমর্থকরা মাঠে প্রবেশ করতে পারবেন না। এ নিয়ে আপত্তিও তুলেছিল দুটো ক্লাব। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো বড় আসরে টিমের সাফল্যের শরিক থাকতে মরিয়া সমর্থকরা। তাঁদের কথা ভেবেই পোর্তোতে সরানো হল। যদিও করোনাবিধি মেনে নির্দিষ্ট সংখ্যক দর্শকই মাঠে ঢুকতে পারবেন পোর্তোর স্টেডিয়ামে।

বৃহস্পতিবার পোর্তোতে ম্যাচ সরানোর পাশাপাশি উয়েফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, দুই ক্লাবের সব মিলিয়ে ১২ হাজার দর্শক স্টেডিয়ামে বসে খেলা দেখতে পারবেন। উয়েফা প্রথমে ইংল্যান্ডেই ম্যাচ সরাতে চেয়েছিল। কিন্তু ওই দেশের ফুটবল ফেডারেশন করোনার আবহে ম্যাচ আয়োজন করতে রাজি হয়নি। কোয়ারান্টিন পর্ব নিয়ে ইংল্যান্ডের নিয়ম এখন বেশ কড়া। তাই শেষ পর্যন্ত পোর্তোতেই ফাইনাল ম্যাচ আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: হকির দুই কিংবদন্তির পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা রিজিজুর

Next Article