Lamine Yamal: “ইয়ামালের মতো প্রতিভা ৫০ বছরে একবার জন্মায়”…, বছর ১৭র পায়ের জাদুতে মুগ্ধ ফুটবল বিশ্ব!
Champions League-Barcelona: ইন্টারমিলানের কোচ সিমোনে ইনজাগি বলেছেন ইয়ামালের মত প্রতিভা ৫০ বছরে একবার জন্মগ্রহণ করে। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের প্রতি মুগ্ধ ইন্টার কোচ। কারণ, বার্সেলোনার এই তরুণ খেলোয়াড় ইনজাগির ইন্টার মিলানকে এই ম্যাচে নিজের পায়ের জাদুতে একাধিক বার সমস্যায় ফেলেছিলেন।

কলকাতা: বছর মাত্র ১৭। বিস্ময় বালকের খেলায় মুগ্ধ সকলেই। লামিনে ইয়ামাল। স্পেনে জন্ম এই উঠতি তারকার। দেশের হয়ে ইতিমধ্যে খেলে ফেলেছেন ১৯টি ম্যাচ। ৪টি গোলও করেছেন। গত বছর স্পেনের জার্সি গায়ে জিতেছেন ইউরো কাপ। বার্সেলোনা জার্সি গায়ে খেলে ফেলেছেন ১০০টি ম্যাচ। করেছেন ২২গোল ও ২৩ টি অ্যাসিস্ট।
বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচে এফসি বার্সেলোনা এবং ইন্টার মিলানের ম্যাচ ৩-৩ গোলে শেষ হয়। মিলানের সান সিরো স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে বার্সেলোনার তরুণ ফুটবলার লামিনে ইয়ামাল আবারও মুগ্ধ করেছে সকলকে। এই ম্যাচে এফসি বার্সেলোনার হয়ে দুরন্ত ফুটবল খেলেন ইয়ামাল। প্রথম ২০ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে বার্সেলোনা পিছিয়ে থাকার পরেও ৩-৩ গোলে শেষ হয় ম্যাচ।
প্রাক্তন ফ্রান্স স্ট্রাইকার ও বিশ্বকাপ জয়ী থিয়েরি অঁরি তরুণ স্প্যানিশ খেলোয়াড়ের প্রশংসা করেছেন। এবং তাঁকে ফুটবল বিশ্বের পরবর্তী সেরা খেলোয়াড় হিসেবে দেখছেন তিনি। তাঁকে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর চেয়েও ভালো বলে অভিহিত করেছেন অঁরি।
অঁরি বলেছেন, “আমরা এমন অনেক খেলোয়াড়ের কথা বলতে পারি যাদের সিংহাসনে বসার ক্ষমতা রয়েছে। কিন্তু ফুটবল সম্পর্কে একটি জিনিস যা আমাকে অবাক করে তা হল যে, আপনি সবসময় ভাবেন যে মেসি এবং ক্রিশ্চিয়ানোর চেয়ে কেউ ভালো হতে পারেনা অথবা ভালো হতে পারে। আমার সময়ে, যেমন পেলে বা মারাদোনা ছিল। এবং তারপর এখন ইয়ামালদের যুগ।
ইন্টারমিলানের কোচ সিমোনে ইনজাগি বলেছেন ইয়ামালের মতো প্রতিভা ৫০ বছরে একবার জন্মগ্রহণ করে। ১৭ বছর বয়সী লামিনে ইয়ামালের প্রতি মুগ্ধ ইন্টার কোচ। কারণ, বার্সেলোনার এই তরুণ খেলোয়াড় ইনজাগির ইন্টার মিলানকে এই ম্যাচে নিজের পায়ের জাদুতে একাধিক বার সমস্যায় ফেলেছিলেন।
ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি ম্যাচ শেষে বলেছেন, “সে এমন একজন প্রতিভা যে প্রতি ৫০ বছর অন্তর জন্মগ্রহণ করে। আমি তাকে কখনও সরাসরি দেখিনি এবং আজ সে আমাকে সত্যিই মুগ্ধ করেছে। প্রথমার্ধের শেষ ২৫ মিনিটে লামিনে ইয়ামাল আমাদের অনেক সমস্যায় ফেলেছে।”
বার্সার কোচ হান্সি ফ্লিক ইয়ামালের সম্পর্কে বলেছেন, “ও অসাধারণ। আমি আগেও বলেছি, কিন্তু সে এমন একজন প্রতিভা যে বড় ম্যাচে নিজের জাত চেনায়। এবং সে এই পরিস্থিতি গুলি উপভোগ করে। লামিনের মতো প্রতিভা ৫০ বছর অন্তর আসে যেমন সিমোনে বলেছিলেন, আমি খুশি যে এটি বার্সেলোনার দলে ঘটেছে।”





