চেলসির ‘ওয়েক আপ কল’

May 13, 2021 | 3:37 PM

প্রথম এগারোর দল থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন চেলসির কোচ। আর তাতেই ছন্দপতন। ম্যাচ হারের যাবতীয় দায় নিজের কাঁধেই নিয়ে নেন চেলসির কোচ থমাস তুচেল।

চেলসির ওয়েক আপ কল
সৌজন্যে-টুইটার

Follow Us

লন্ডন: সামনেই এফএ কাপের ফাইনাল (FA Cup Final)। তারপরে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল (Champions League Final)। তার আগে ধাক্কা খেল চেলসি। লন্ডন ডার্বিতে আর্সেনালের (Arsenal) কাছে হেরে বসল থমাস থমাস তুচেলের দল। ঘরের মাঠে স্ট্যামফোর্ড ব্রিজে গানার্সদের কাছে ০-১ গোলে হার চেলসির (Chelsea)।

খেলার প্রথমার্ধেই এগিয়ে যায় আর্সেনাল। ম্যাচের ১৬ মিনিটে গানার্সদের হয়ে জয়সূচক গোল করেন এমিলি স্মিথ রো। শনিবার লেস্টার সিটির বিরুদ্ধে এফএ কাপের ফাইনাল। তার আগে দলের ফুটবলারদের ফিট রাখতে আর্সেনালের বিরুদ্ধে ঝুঁকি নেনি তুচেল। প্রথম এগারোর দল থেকে ৭টি পরিবর্তন এনেছিলেন চেলসির কোচ। আর তাতেই ছন্দপতন। ম্যাচ হারের যাবতীয় দায় নিজের কাঁধেই নিয়ে নেন চেলসির কোচ থমাস তুচেল। গত ম্যাচেই ইপিএল চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটিকে ২-১ গোলে হারায় চেলসি। লন্ডন ডার্বির হার কি তুচেলের কাছে ওয়েক আপ কল? ম্যাচ হারের পর চেলসির কোচ বলেন, ‘হারের সমস্ত দায় আমার। দলের উইনিং কম্বিনেশন ভেঙেছিলাম। এখানে কারও দোষ নেই। হয়তো এটাই আমাদের কাছে শেষ ওয়েক আপ কল। ম্যাচ জয়ের জন্য আমরা সবটা করলেও ভাগ্য সঙ্গ দেয়নি।’

শনিবার এফএ কাপের ফাইনালে লেস্টার সিটিকে হারিয়ে খেতাব জিততে মরিয়া তুচেল। তবে এরই সঙ্গে চেলসির কোচের প্রধান নজর ২৯ তারিখের মেগা ম্যাচে। ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল চেলসির। প্রিমিয়ার লিগে সিটিকে হারানোর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও গুয়ার্দিওয়ালাকে টেক্কা দিতে মরিয়া থমাস তুচেল।

আরও পড়ুন: এ বার করোনা প্রতিষেধক নিলেন পন্থ

Next Article