Christian Eriksen: আবার জাতীয় দলে ফিরলেন ক্রিশ্চিয়ান এরিকসন

TV9 Bangla Digital | Edited By: Prantik Deb

Mar 15, 2022 | 8:01 PM

চলতি বছরের শেষে বিশ্বকাপ। ডেনমার্ক কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে। ইউরো কাপের অধরা স্বপ্ন এবার বিশ্বকাপে পূরণ করতে চান ক্রিশ্চিয়ান এরিকসন।

Christian Eriksen: আবার জাতীয় দলে ফিরলেন ক্রিশ্চিয়ান এরিকসন
আবার মাঠে ফেরার আনন্দ। Pics Courtesy: Twitter

Follow Us

কোপেনহেগেন: গত বছরের ইউরো কাপ (EURO Cup)। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল ডেনমার্ক ও ফিনল্যান্ড। খেলার মাঝেই হঠাত্‍ করে মাঠে লুটিয়ে পরেন ডেনমার্কের ফুটবলার ক্রিশ্চিয়ান এরিকসন (Christian Eriksen)। হাড় হীম গোটা ফুটবল বিশ্বের। অচৈতন্য এরিকসন সে দিন গোটা ফুটবল বিশ্বকে এক সূত্রে বেঁধেছিলেন। ডেনমার্ক ও ফিনল্যান্ডের ফুটবলার ও সমর্থকদের প্রার্থনায় চরম অবস্থা হয়নি। মাঠা ছাড়ার আগেই জ্ঞান ফিরে পেয়েছিলেন ড্যানিশ ফুটবলার। ডেনমার্ক ও ফিনল্যান্ডের সমর্থকরা সে দিন মাঠ জুড়ে ক্রিশ্চিয়ান এরিকসনের নামের ধ্বনী তুলেছিলেন। বছর শেষে ফিফার (FIFA) বার্ষিক পুরস্কারে স্পিরিট অব ফুটবলার পুরস্কার এনে দিয়েছিল। কিন্তু যাঁকে ঘিড়ে এতকিছু সেই ক্রিশ্চিয়ান এরিকস আবার কবে মাঠে ফিরবেন তা নিয়ে প্রশ্ন থেকে গিয়েছিল। অবশেষে অপক্ষার অবসান গত মাসের ইংলিশ প্রিমিয়ার লিগে। ব্রেন্টফোর্ডের হয়ে মাঠে নামেন এরিকসন। এবার জাতীয় দলেও ফিরছেন তিনি।

চলতি মাসের ২৬ তারিখ আমস্টারডামে নেদারল্যান্ডের ও ২৯ তারিখ কোপেনহেগেনে সার্বিয়ার বিরুদ্ধে দুটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ডেনমার্ক। সেই দুটি ম্যাচের জাতীয় দলে ফিরছেন ক্রিশ্চিয়ান এরিকসন। ডেনমার্কের কোচ ক্যাসপার জানিয়েছেন, “ওর প্রতি নজর রেখেছিলাম আমি। এখন সুস্থ আছে এরিকসন। লণ্ডন গিয়েছিলাম ক্লাব দলের হয়ে ওর খেলা দেখতে। ওর খেলা দেখেছি, অনুশীলন দেখেছি, শারীরির ভাবে ও সঠিক জায়গায়া আছে। প্রতি দিনই পরিস্থিতির উন্নতি করতে হয়, এটাই স্বাভাবিক। তবে ও এখন সর্বোচ্চ পর্যায়ে খেলছে।”

 

 

ইউরো কাপের সেই ঘটনার পর এরিকসনের ফুটবল কেরিয়ার নিয়েই উঠেছিল প্রশ্ন। সুস্থ হয়ে উঠতে পেস মেকার বসাতে হয়েছে এরিকসনকে। একমাসের বেশি থাকতে হয়েছে হাসপাতালে। এই সব দেখে এরিকসনের তত্‍কালীন ক্লাব ইন্টার মিলান তাঁর চুক্তি বাতিল করে। কারণ হিসেবে দেখানো হয় ইতালিয়ান লিগের নিয়ম, যেখানে বলা হয়েছে পেসমেকার নিয়ে কোনও ফুটবলারের পক্ষে খেলা সম্ভব নয়। যদিও এমন কোনও নিয়ম নেই ইংলিশ প্রিমিয়ার লিগে (EPL)। সেই মত এরিকসনকে সই করায় ব্রেন্টফোর্ড (Brentford)। ফেব্রুয়ারি মাসে আবার সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ফিরে আসেন ড্যানিশ ফুটবলার। এবার ফিরলেন জাতীয় দলেও। চলতি বছরের শেষে বিশ্বকাপ। ডেনমার্ক কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে। ইউরো কাপের অধরা স্বপ্ন এবার বিশ্বকাপে পূরণ করতে চান ক্রিশ্চিয়ান এরিকসন।

 

আরও পড়ুন : IPL 2022: নিজেকে কেন সিআর সেভেনের সঙ্গে তুলনা করলেন জোফ্রা আর্চার?

Next Article