Diego Maradona: মারাদোনার গাড়ি-বাড়ি উঠছে নিলামে
শুধু ওই বাড়ি নয়, মারাদোনার ব্যবহৃত কিছু দামি গাড়িও তোলা হবে অনলাইন নিলামে। যার মধ্যে রয়েছে বিএমডব্লিউ ৭৫০। যে গাড়িতে চেপে একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন মারাদোনা। তাঁর ব্যবহার করা এক-একটা গাড়ির দাম শুরু আড়াই লক্ষ ডলার থেকে। একই সঙ্গে প্রয়াত কিংবদন্তির টুপি, জুতো, বন্ধু ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার এবং এক বাক্স সিগারও পাওয়া যাবে নিলামে। সব মিলিয়ে প্রায় ৮৭টা জিনিসের বিপুল সম্ভার নিয়ে হাজির হচ্ছেন নিলাম আয়োজকরা।
বুয়েনস আইরেস: দিয়েগো মারাদোনার (Diego Maradona) স্মৃতি বিজড়িত বাড়ি কিনতে চান? যা এক সময় তাঁর বাবা-মার থাকার জন্য দিয়েছিলেন ফুটবলের রাজপুত্র, তাই নিলামে উঠছে। দাম কত? ৯ লক্ষ ডলার প্রাথমিক দাম রাখা হয়েছে। নিলামের আয়োজকরা আশা করছেন, রবিবার বুয়েনস আইরেসের ভিলা ডেভোতো কেনার জন্য বিশ্বের নানা প্রান্ত থেকে লোকজন অনলাইন নিলামে ঝাঁপিয়ে পড়বেন।
শুধু ওই বাড়ি নয়, মারাদোনার ব্যবহৃত কিছু দামি গাড়িও তোলা হবে অনলাইন নিলামে। যার মধ্যে রয়েছে বিএমডব্লিউ ৭৫০। যে গাড়িতে চেপে একবার সরাসরি মাঠে ঢুকেছিলেন মারাদোনা। তাঁর ব্যবহার করা এক-একটা গাড়ির দাম শুরু আড়াই লক্ষ ডলার থেকে। একই সঙ্গে প্রয়াত কিংবদন্তির টুপি, জুতো, বন্ধু ফিদেল কাস্ত্রোর সঙ্গে ছবি, টি-শার্ট, সই করা গিটার এবং এক বাক্স সিগারও পাওয়া যাবে নিলামে। সব মিলিয়ে প্রায় ৮৭টা জিনিসের বিপুল সম্ভার নিয়ে হাজির হচ্ছেন নিলাম আয়োজকরা।
কেন হঠাত্ মারাদোনার ব্যবহার করা জিনিস নিলামে তোলা হচ্ছে? আর্জেন্টেনিয়ানের (Argentina) পাঁচ বৈধ সন্তান মিলে এই সব জিনিসপত্র নিলামে তোলার ব্যাপারে সম্মত হয়েছেন। তাঁদের খরচ চালানোর জন্য। যদিও এই নিলাম বৈধ কিনা, তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়েছে।
মারাদোনার জিনিসপত্র নিয়ে যে নিলাম, তার নাম দেওয়া হয়েছে ‘টেন অকশন’। নিলাম হাউসের শীর্ষ কর্তা আদ্রিয়ান মার্কাদো বলেছেন, ‘মারাদোনার স্মৃতি বিজড়িত অসংখ্য জিনিস তোলা হচ্ছে নিলামে। আমাদের বিশ্বাস, সারা বিশ্বে দিয়েগোর সমর্থক ছড়িয়ে রয়েছে, তাঁরা এই নিলামে ঝাঁপিয়ে পড়বেন। সেই সংখ্যাটা ১০ থেকে ২০ হাজারও হতে পারে। কোনও ফুটবলারকে নিয়ে এই রকম নিলাম এর আগে হয়নি।
আরও পড়ুন: Ashes 2021-22: সচিন-গাভাসকরকে টপকে গেলেন রুট