AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ashes 2021-22: সচিন-গাভাসকরকে টপকে গেলেন রুট

অ্যাসেজে (Ashes) নামার আগে ১২ টেস্টে ১,৪৫৫ রান ছিল রুটের। তবে অ্যাডিলেড (Adelaide) টেস্টেই ১৬০০ রান টপকে গেলেন তিনি। একই দিনে জোড়া রেকর্ড গড়লেন এই ডান হাতি ব্যাটার। বিশ্ব ক্রিকেট ইতিহাসে রুটের আগে তিন জন ব্যাটারের এই নজির ছিল। এক ক্যালেন্ডার বর্ষে ১,৫৪৯ রান করেছেন সুনীল গাভাসকর। সচিনের দখলে রয়েছে ১,৫৬২ রান। তবে সেই সব নজির টপকে যান রুট।

Ashes 2021-22: সচিন-গাভাসকরকে টপকে গেলেন রুট
জো রুট। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 3:57 PM
Share

অ্যাডিলেড: এ বছরটা বেশ ভালোই গেল জো রুটের (Joe Root)। এ বার নতুন কীর্তি গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) আর সচিন তেন্ডুলকরকে (Sachin Tendulkar) টপকে গেলেন রুট। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার দৌড়ে সচিন-গাভাসকরের রেকর্ডকে টপকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক।

অ্যাসেজে (Ashes) নামার আগে ১২ টেস্টে ১,৪৫৫ রান ছিল রুটের। তবে অ্যাডিলেড (Adelaide) টেস্টেই ১৬০০ রান টপকে গেলেন তিনি। একই দিনে জোড়া রেকর্ড গড়লেন এই ডান হাতি ব্যাটার। বিশ্ব ক্রিকেট ইতিহাসে রুটের আগে তিন জন ব্যাটারের এই নজির ছিল। এক ক্যালেন্ডার বর্ষে ১,৫৪৯ রান করেছেন সুনীল গাভাসকর। সচিনের দখলে রয়েছে ১,৫৬২ রান। তবে সেই সব নজির টপকে যান রুট। ২০০৮ সালের পর আবার কোনও ব্যাটার এক ক্যালেন্ডার ইয়ারে ১৬০০ রান টপকে গেলেন।

একনজরে দেখে নেওয়া যাক এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান-

  • মহম্মদ ইউসুফ (পাকিস্তান)- ১৭৮৮ রান, সাল ২০০৬
  • ভিভ রিচার্ডস (ওঃ ইন্ডিজ)- ১৭১০ রান, সাল ১৯৭৬
  • গ্রেম স্মিথ (দঃ আফ্রিকা)- ১৬৫৬ রান, সাল ২০০৮
  • জো রুট (ইংল্যান্ড)- ১৬০৬* রান, সাল ২০২১
  • মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া)- ১৫৯৫ রান, সাল ২০১২
  • সচিন তেন্ডুলকর (ভারত)- ১৫৬২ রান, সাল ২০১০
  • সুনীল গাভাসকর (ভারত)- ১৫৪৯ রান, সাল ১৯৭৯
  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৫৪৪ রান, সাল ২০০৫
  • রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)- ১৫০৩ রান, সাল ২০০৩

আরও পড়ুন: IPL 2022: রাহুলদের মেন্টরের ভূমিকায় গম্ভীর