India Tour Of South Africa: টেস্টে বিরাটের ডেপুটি রাহুল

আগেই সীমিত ওভারে ভারতের সহ অধিনায়ক নির্বাচিন হন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সময়ই টেস্টে ভারতের সহ অধিনায়ক হন রোহিত শর্মা। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) পরিবর্তে তাঁকে এই পদে আনেন নির্বাচকরা। তবে প্রোটিয়া সফর শুরুর আগেই মুম্বইয়ে অনুশীলন করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। এমআরআই স্ক্যানের পর ছিটকে যান টেস্ট সিরিজ থেকে।

India Tour Of South Africa: টেস্টে বিরাটের ডেপুটি রাহুল
নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী লোকেশ রাহুল। Pics Courtesy: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 18, 2021 | 5:29 PM

মুম্বই: প্রত্যাশামতোই দক্ষিণ আফ্রিকা (South Africa) সফরে টেস্ট সিরিজে বিরাটের ডেপুটি হলেন লোকেশ রাহুল (KL Rahul)। হ্যামস্ট্রিংয়ের চোটে রোহিত শর্মা (Rohit Sharma) টেস্ট সিরিজ থেকে ছিটকে যান। তাঁর পরিবর্তে টেস্ট সিরিজে ভারতীয় দলের সহ অধিনায়ক হলেন কর্ণাটকের এই ব্যাটার।

আগেই সীমিত ওভারে ভারতের সহ অধিনায়ক নির্বাচিন হন কেএল রাহুল। দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণার সময়ই টেস্টে ভারতের সহ অধিনায়ক হন রোহিত শর্মা। অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) পরিবর্তে তাঁকে এই পদে আনেন নির্বাচকরা। তবে প্রোটিয়া সফর শুরুর আগেই মুম্বইয়ে অনুশীলন করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত। এমআরআই স্ক্যানের পর ছিটকে যান টেস্ট সিরিজ থেকে। ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকা উড়ে যায় ভারতীয় দল। ১ দিনের কোয়ারান্টিন পর্ব কাটিয়ে অনুশীলনে নেমে পড়েন বিরাট কোহলি-রবিচন্দ্রন অশ্বিনরা।

প্রথম দিন ফুটভলি খেলে কাটান ক্রিকেটাররা। একই সঙ্গে ফিটনেস অনুশীলনও করেন কোহলি-রাহুলরা। আজ থেকে সুপারস্পোর্ট পার্কে অনুশীলনও করেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ২৬ থেকে শুরু টেস্ট সিরিজ।

আরও পড়ুন: India Tour Of South Africa: কোয়ারান্টিন কাটিয়েই মাঠে নেমে পড়লেন বিরাট-অশ্বিনরা