Ashes Series: অজিদের সামনে গোলাপি বল টেস্টে ফের ধরাশায়ী রুটের ইংল্যান্ড
রুট নিজে নিজে কীর্তি গড়লেও দলের অবস্থা কিন্তু ভালো নয়, তা স্কোরবোর্ডই বলে দিচ্ছে।
অস্ট্রেলিয়া ৪৭৩-৯ (ডিঃ) ও ৪৫-১ ইংল্যান্ড ২৩৬ (আগের দিন ইংল্যান্ডে ১৭-২ এর পর)
অ্যাডিলেড: অ্যাসেজ সিরিজের (Ashes Series) প্রথম টেস্টের মতোই কি ইংল্যান্ডের পরিণতি হতে চলেছে দ্বিতীয় টেস্টের? যা পরিস্থিতি ক্রিকেটমহল থেকে উত্তর তেমনটাই আসছে। দিন রাতের টেস্টের তৃতীয় দিন অজিদের দাপটে মাত্র ২৩৬ রানে অল আউট হয়ে গেল জো রুটের (Joe Root) ইংল্যান্ড (England)। অ্যাডিলেডে দিন রাতের টেস্টে রুট করলেন ৬২ রান। এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রান করার দৌড়ে সচিন-গাভাসকরের রেকর্ডকে টপকে গেলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক। তবে নিজে কীর্তি গড়লেও দলের অবস্থা কিন্তু ভালো নয়, তা স্কোরবোর্ডই বলে দিচ্ছে।
England won the first session but it was all Australia thereafter.
The Aussies take a big 282-run lead into day four #Ashes
— cricket.com.au (@cricketcomau) December 18, 2021
অস্ট্রেলিয়া (Australia) ৯ উইকেট হারিয়ে ৪৭৩ রানে ইনিংস ডিক্লেয়ার করেছিল। দ্বিতীয় দিনের শেষে ইংল্যান্ড ২ উইকেট হারিয়ে ফেলেছিল। স্কোরবোর্ডে উঠেছিল ১৭ রান। তৃতীয় দিন মিচেল স্টার্ক, নাথান লিঁয়দের দাপটে রুট আর মালান ছাড়া কোনও ইংলিশ ব্যাটার দলকে এগিয়ে নিয়ে যেতে পারেননি। অন্যদিকে পিঙ্ক বল টেস্টে এ দিন এক কীর্তি গড়েছেন মিচেল স্টার্ক। প্রথম বোলার হিসেবে গোলাপি বল টেস্টে তাঁর ঝুলিতে এখন ৫০টি উইকেট। অ্যাডিলেড টেস্টে ইংল্যান্ডের প্রথম ইনিংসে, ১৬.১ ওভার বল করে ৩৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন স্টার্ক। তার মধ্যে রয়েছে দাভিদ মালানের গুরুত্বপূর্ণ উইকেট। ১৫৭ বলে ৮০ রান করেন দাভিদ মালান।
রুট-মালান ছাড়াবেন স্টোকস করেছেন ৩৪ রান এবং ক্রিস ওকস করেছেন ২৪ রান। দুই ওপেনার ব্যর্থ হওয়ার পাশাপাশি জস বাটলারের ব্যাট থেকেও এসেছে শূন্য। বাটলারের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন স্টার্ক। ২৩৭ রানে এগিয়ে থাকার পরও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া এক উইকেট হারিয়ে তোলে ৪৫। স্টুয়ার্ট ব্রডের বলে রান আউট হন ডেভিড ওয়ার্নার। ক্রিজে রয়েছেন মার্কাস হ্যারিস (২১) ও মিচেল নাসের (২)। এই মুহূর্তে ২৮২ রানে এগিয়ে রয়েছে অজিরা। রুটদের সামনে বড় টার্গেট রাখার লক্ষ্য নিয়েই চতুর্থ দিন মাঠে নামবেন স্মিথ-লাবুশানেরা।
আরও পড়ুন: India Tour Of South Africa: টেস্টে বিরাটের ডেপুটি রাহুল
আরও পড়ুন: Ashes 2021-22: সচিন-গাভাসকরকে টপকে গেলেন রুট
আরও পড়ুন: India Tour Of South Africa: কোয়ারান্টিন কাটিয়েই মাঠে নেমে পড়লেন বিরাট-অশ্বিনরা