India Tour of South Africa: প্রোটিয়াদের দেশে প্রথম প্র্যাকটিস সেশন সেরে নিলেন কোহলিরা
দক্ষিণ আফ্রিকায় (South Africa) এক দিনের কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। ম্যাচ কন্টিশনিং ট্রেনিং দিয়েই প্রস্তুতি শুরু করেছে ভারত। তারপর নেটেও ব্যাটিং ঝালিয়ে নিলেন কোহলি-মায়াঙ্করা। বল হাতে দেখা গেল বুমরা-অশ্বিনদেরও। বিসিসিআইয়ের (BCCI) টুইটারে রাহানে-শ্রেয়সদের নেট প্র্যাকটিসের ছবি পোস্ট করা হয়েছে। এক নজরে দেখে নিন প্রোটিয়াদের দেশে টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশনের কিছু ছবি...
Most Read Stories