India Tour of South Africa: প্রোটিয়াদের দেশে প্রথম প্র্যাকটিস সেশন সেরে নিলেন কোহলিরা

দক্ষিণ আফ্রিকায় (South Africa) এক দিনের কোয়ারান্টিন কাটিয়ে অনুশীলনে নেমে পড়েছে বিরাট কোহলির (Virat Kohli) ভারত (India)। ম্যাচ কন্টিশনিং ট্রেনিং দিয়েই প্রস্তুতি শুরু করেছে ভারত। তারপর নেটেও ব্যাটিং ঝালিয়ে নিলেন কোহলি-মায়াঙ্করা। বল হাতে দেখা গেল বুমরা-অশ্বিনদেরও। বিসিসিআইয়ের (BCCI) টুইটারে রাহানে-শ্রেয়সদের নেট প্র্যাকটিসের ছবি পোস্ট করা হয়েছে। এক নজরে দেখে নিন প্রোটিয়াদের দেশে টিম ইন্ডিয়ার প্রথম প্র্যাকটিস সেশনের কিছু ছবি...

| Edited By: | Updated on: Dec 18, 2021 | 8:30 PM
নেটে ব্যাট হাতে দেখা গেল ক্যাপ্টেন কোহলি ও তাঁর নতুন ডেপুটি কেএল রাহুলকে।

নেটে ব্যাট হাতে দেখা গেল ক্যাপ্টেন কোহলি ও তাঁর নতুন ডেপুটি কেএল রাহুলকে।

1 / 5
নেট সেশনে বল হাতে দেখা গেল অশ্বিন-বুমরাদের।

নেট সেশনে বল হাতে দেখা গেল অশ্বিন-বুমরাদের।

2 / 5
অনুশীলনের ফাঁকে চলল দ্রাবিড়-পূজারাদের গোল টেবিল বৈঠকও।

অনুশীলনের ফাঁকে চলল দ্রাবিড়-পূজারাদের গোল টেবিল বৈঠকও।

3 / 5
ফর্মে না থাকা রাহানে এই সফরে নজর কাড়তে পারবেন কিনা সেদিকে যেমন চোখ রাখতে হবে, পাশাপাশি সদ্য সাদা জার্সিতে অভিষেক হওয়া শ্রেয়স আইয়ারের দিকেও বিশেষ নজর থাকবে।

ফর্মে না থাকা রাহানে এই সফরে নজর কাড়তে পারবেন কিনা সেদিকে যেমন চোখ রাখতে হবে, পাশাপাশি সদ্য সাদা জার্সিতে অভিষেক হওয়া শ্রেয়স আইয়ারের দিকেও বিশেষ নজর থাকবে।

4 / 5
কোহলি-রাহুলের পাশাপাশি নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করতে দেখা গেল পূজারা ও মায়াঙ্ককেও।

কোহলি-রাহুলের পাশাপাশি নেটে ব্যাট হাতে প্র্যাকটিস করতে দেখা গেল পূজারা ও মায়াঙ্ককেও।

5 / 5
Follow Us: