দেখতে দেখতেই শেষ আরও একটা বছর। আজ থেকে সূচনা হল নতুন বছরের। প্রতি বছরই বর্ষবরণের রাত ও নববর্ষে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়। এ বছরও তার ব্যতিক্রম হল না।
২০২৩ সালের ৩১ ডিসেম্বর রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল দিল্লি-এনসিআরে। একদিনেই ২৪ লাখ মদ বিক্রি হয়েছিল। উত্তর প্রদেশে বিক্রি হয়েছিল ৭০০ কোটি টাকার মদ।
২০২৪ সালের প্রথম দিনেও রেকর্ড মদ বিক্রি হয়েছিল। ২১ লাখেরও বেশি মদের বোতল বিক্রি হয়েছিল একদিনে।
২০২৪ সালে ৩১ ডিসেম্বর ২০ লাখ ৩০ হাজার মদের বোতল বিক্রি হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাস জুড়েই শুধু দিল্লিতে ৫ কোটিরও বেশি মদের বোতল বিক্রি হয়েছে।
নিউ ইয়ারের আগেই তেলঙ্গানায় ৪০২ কোটি টাকার বিক্রি হয়েছে। তবে ২০২৩ সালে এর থেকেও ১৫ শতাংশ বেশি মদ বিক্রি হয়েছিল।
আজও দেশের কম-বেশি সকল রাজ্যেই মদের দোকানে ভিড় রয়েছে। নববর্ষেও ব্যাপক হারে বিক্রি হচ্ছে মদ। দিল্লি, গুরুগ্রাম সহ একাধিক শহরে ভোর ৫টা অবধি মদের দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।