অভিযোগ পেয়ে আজ জেলা কৃষি দফতরের উপ কৃষি অধিকর্তা জয়ন্ত পাড়ুই,মহকুমা ও ব্লক কৃষি আধিকারীকদের নিয়ে আলু বীজ ব্যবসায়ীদের গোডাউনে অভিযান চালান। সঙ্গে ছিলেন হুগলি জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী। কৃষি কর্মাধ্যক্ষ বলেন,বীজের কালোবাজারি করছে কিছু অসাধু ব্যবসায়ী এমন অভিযোগ পাই আমরা। চাঁপাডাঙার ব্যবসায়ী প্রসেনজিৎ সামন্ত পুরশুড়ার এক চাষীর থেকে বেশি দাম নিয়েছেন। সেই বিল রয়েছে আমাদের কাছে। ওই ব্যবসায়ীকে বারতি টাকা ফিরিয়ে দিতে বলা হয়েছে না হলে তার বীজ ব্যবসার লাইসেন্স বাতিল করা হবে।