IND vs AUS: বাদ মিচেল, সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে ‘ওয়েব-স্টার’!

Australia Sydney Test playing XI: বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট শুরু হবে আগামিকাল। তার একদিন আগেই একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সিডনি টেস্ট থেকে বাদ পড়েছেন টিমের তারকা অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁর জায়গায় ডেবিউ হতে চলেছে ঘরোয়া ক্রিকেটে ঝড় তোলা এক তারকা ক্রিকেটারের।

| Updated on: Jan 02, 2025 | 4:35 PM
অফ ফর্মে থাকা অজি অলরাউন্ডার মিচেল মার্শ বাদ পড়েছেন সিডনি টেস্ট থেকে। তাঁর জায়গায় বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে অজি টিমে এসেছেন বিউ ওয়েবস্টার। (ছবি-পিটিআই)

অফ ফর্মে থাকা অজি অলরাউন্ডার মিচেল মার্শ বাদ পড়েছেন সিডনি টেস্ট থেকে। তাঁর জায়গায় বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্টে অজি টিমে এসেছেন বিউ ওয়েবস্টার। (ছবি-পিটিআই)

1 / 8
বিউ ওয়েবস্টার কে? মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার। বিগ ব্যাশে প্রচুর খেলেছেন তিনি। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে ডাক পেয়েছেন জাতীয় দলে। (ছবি-Getty Images)

বিউ ওয়েবস্টার কে? মিডিয়াম পেস বোলিং অলরাউন্ডার। বিগ ব্যাশে প্রচুর খেলেছেন তিনি। ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলার সুবাদে ডাক পেয়েছেন জাতীয় দলে। (ছবি-Getty Images)

2 / 8
মিচেল মার্শের থেকে একটু বেশি অ্যাটাকিং বিউ ওয়েবস্টার। সম্প্রতি শেফিল্ড শিল্ডেও ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছেন ওয়েবস্টার। (ছবি-Getty Images)

মিচেল মার্শের থেকে একটু বেশি অ্যাটাকিং বিউ ওয়েবস্টার। সম্প্রতি শেফিল্ড শিল্ডেও ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করেছেন ওয়েবস্টার। (ছবি-Getty Images)

3 / 8
শেফিল্ড শিল্ডের গত মরসুমে ৯৩৮ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন বিউ ওয়েবস্টার। পাশাপাশি তিনি সে বার ৩০টি উইকেটও নিয়েছিলেন। (ছবি-Getty Images)

শেফিল্ড শিল্ডের গত মরসুমে ৯৩৮ রান করে সর্বাধিক রান সংগ্রহকারী ব্যাটার হয়েছিলেন বিউ ওয়েবস্টার। পাশাপাশি তিনি সে বার ৩০টি উইকেটও নিয়েছিলেন। (ছবি-Getty Images)

4 / 8
অস্ট্রেলিয়ার ৪৬৯তম টেস্ট ডেবিউ ক্যাপ পেতে চলেছেন বিউ ওয়েবস্টার। সম্প্রতি মেলবোর্নে ভারত -এ টিমের বিরুদ্ধে অজি এ টিমের হয়ে খেলেছিলেন বিউ ওয়েবস্টার। (ছবি-পিটিআই)

অস্ট্রেলিয়ার ৪৬৯তম টেস্ট ডেবিউ ক্যাপ পেতে চলেছেন বিউ ওয়েবস্টার। সম্প্রতি মেলবোর্নে ভারত -এ টিমের বিরুদ্ধে অজি এ টিমের হয়ে খেলেছিলেন বিউ ওয়েবস্টার। (ছবি-পিটিআই)

5 / 8
ভারতীয়-এ টিমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান- এ টিমের হয়ে মেলবোর্নে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৩১ বছর বয়সী বিউ ওয়েবস্টার। (ছবি-Getty Images)

ভারতীয়-এ টিমের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান- এ টিমের হয়ে মেলবোর্নে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ৩১ বছর বয়সী বিউ ওয়েবস্টার। (ছবি-Getty Images)

6 / 8
বিউ ওয়েবস্টার যে সিডনি টেস্টে খেলতে চলেছেন এ কথা বলার পাশাপাশি মিচেল মার্শকে নিয়েও জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। পাঁজরের চোটের কারণে মার্শকে স্ক্যান করাতে হচ্ছেও জানিয়েছেন কামিন্স। (ছবি-পিটিআই)

বিউ ওয়েবস্টার যে সিডনি টেস্টে খেলতে চলেছেন এ কথা বলার পাশাপাশি মিচেল মার্শকে নিয়েও জানান অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স। পাঁজরের চোটের কারণে মার্শকে স্ক্যান করাতে হচ্ছেও জানিয়েছেন কামিন্স। (ছবি-পিটিআই)

7 / 8
সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ - স্যাম কন্টাস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিঁয় ও স্কট বোল্যান্ড। (ছবি-পিটিআই)

সিডনি টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ - স্যাম কন্টাস, উসমান খোয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিঁয় ও স্কট বোল্যান্ড। (ছবি-পিটিআই)

8 / 8
Follow Us: