নিউ ইয়ারেই লাখের উপরে কন্ডোম অর্ডার, কোন ফ্লেভার সবথেকে বেশি অর্ডার হল বলুন তো?

Protection Order: ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিনসা নিজেই পোস্ট করে জানিয়েছেন, নিউ ইয়ারের রাতে ব্লিঙ্কিটে ১ লক্ষ ২২ হাজার ৩৫৬ প্যাকেট কন্ডোম অর্ডার হয়েছে।

| Updated on: Jan 03, 2025 | 12:34 PM
বর্ষবরণের উদযাপনে মেতে সবাই। পার্টি, পিকনিকের রেশ এখনও রয়েছে। তবে নিউ ইয়ার নাইটের মজা তো আলাদা।

বর্ষবরণের উদযাপনে মেতে সবাই। পার্টি, পিকনিকের রেশ এখনও রয়েছে। তবে নিউ ইয়ার নাইটের মজা তো আলাদা।

1 / 8
অনেকেই আবার বাড়ি বসেই নিউ ইয়ার পালন করেছেন। সেক্ষেত্রে বাড়িতেই অর্ডার করেছেন নানা জিনিস। মজার বিষয় হল, নিউ ইয়ারে সবথেকে বেশি অর্ডার হয়েছে কন্ডোম।

অনেকেই আবার বাড়ি বসেই নিউ ইয়ার পালন করেছেন। সেক্ষেত্রে বাড়িতেই অর্ডার করেছেন নানা জিনিস। মজার বিষয় হল, নিউ ইয়ারে সবথেকে বেশি অর্ডার হয়েছে কন্ডোম।

2 / 8
অনলাইন ইন্সটান্ট ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিটে নববর্ষের দিন সবথেকে বেশি অর্ডার হয়েছে কন্ডোম, মিনারেল ওয়াটার,পার্টিস্মার্ট (হ্যাংওভার কাটানোর ওষুধ) ও ইনো।

অনলাইন ইন্সটান্ট ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিটে নববর্ষের দিন সবথেকে বেশি অর্ডার হয়েছে কন্ডোম, মিনারেল ওয়াটার,পার্টিস্মার্ট (হ্যাংওভার কাটানোর ওষুধ) ও ইনো।

3 / 8
ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিনসা নিজেই পোস্ট করে জানিয়েছেন, নিউ ইয়ারের রাতে ব্লিঙ্কিটে ১ লক্ষ ২২ হাজার ৩৫৬ প্যাকেট কন্ডোম অর্ডার হয়েছে।

ব্লিঙ্কিটের সিইও আলবিন্দর ধিনসা নিজেই পোস্ট করে জানিয়েছেন, নিউ ইয়ারের রাতে ব্লিঙ্কিটে ১ লক্ষ ২২ হাজার ৩৫৬ প্যাকেট কন্ডোম অর্ডার হয়েছে।

4 / 8
এর মধ্যে ফ্লেভার কন্ডোমের চাহিদাই সবথেকে বেশি ছিল। ৩৯.১ শতাংশ মানুষ চকোলেট ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন।

এর মধ্যে ফ্লেভার কন্ডোমের চাহিদাই সবথেকে বেশি ছিল। ৩৯.১ শতাংশ মানুষ চকোলেট ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন।

5 / 8
৩১ শতাংশ স্ট্রবেরি, ১৯.৮ শতাংশ বাবলগাম ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন। ১০ শতাংশ অন্যান্য ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন।

৩১ শতাংশ স্ট্রবেরি, ১৯.৮ শতাংশ বাবলগাম ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন। ১০ শতাংশ অন্যান্য ফ্লেভারের কন্ডোম অর্ডার করেছেন।

6 / 8
কন্ডোম ছাড়াও মিনারেল ওয়াটার ও মদের হ্যাংওভার কাটাতে পার্টিস্মার্ট অর্ডার হয়েছে। ৪৫ হাজারের বেশি মিনারেল ওয়াটার এবং ২২ হাজারের বেশি পার্টিস্মার্ট অর্ডার হয়েছে।

কন্ডোম ছাড়াও মিনারেল ওয়াটার ও মদের হ্যাংওভার কাটাতে পার্টিস্মার্ট অর্ডার হয়েছে। ৪৫ হাজারের বেশি মিনারেল ওয়াটার এবং ২২ হাজারের বেশি পার্টিস্মার্ট অর্ডার হয়েছে।

7 / 8
অ্যাসিডিটি কমানোর জন্য নিউ ইয়ারের রাতে ইনো-ও অর্ডার হয়েছে প্রচুর। এক রাতেই ২৪৩৪ প্যাক ইনো বিক্রি হয়েছে ব্লিনঙ্কিটে।

অ্যাসিডিটি কমানোর জন্য নিউ ইয়ারের রাতে ইনো-ও অর্ডার হয়েছে প্রচুর। এক রাতেই ২৪৩৪ প্যাক ইনো বিক্রি হয়েছে ব্লিনঙ্কিটে।

8 / 8
Follow Us: