Humayun Kabir: ‘…পদত্যাগ করুন’, দলেরই বিধায়কের ক্ষোভের মুখে এবার রাজ্যের মন্ত্রী
Humayun Kabir: বস্তুত, বেশ কয়েকদিন ধরেই সংবাদে রয়েছেন সিদ্দিকুল্লা। ওয়াকফ বিলের বিরোধিতার সময় তিনি দাবি করেছিলেন দল তাঁকে জানায়নি। এমনকী, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করতে শোনা গিয়েছে তাঁকে।। তারপর গতকালের মন্তব্য়ের পর থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরছে তবে কি তৃণমূলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে সিদ্দিকুল্লার।
মুর্শিদাবাদ: রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর মন্তব্যের পর এবার মুখ খুললেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার সংখ্যালঘু বিত্তনিগমের অনুষ্ঠান থেকে সিদ্দিকুল্লা বলেছিলেন, “আমি বা আমার মতো লোকেরা দলের জন্য যত শ্রম দিয়েছি… জানি না নবান্ন কতটা এর মূল্য দিয়েছে।” পাল্টা আবার হুমায়ুন বললেন, “যদি ওকে সম্মান না দেয় তাহলে উনি আছেন কেন?”
বস্তুত, বেশ কয়েকদিন ধরেই সংবাদে রয়েছেন সিদ্দিকুল্লা। ওয়াকফ বিলের বিরোধিতার সময় তিনি দাবি করেছিলেন দল তাঁকে জানায়নি। এমনকী, রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকেও আক্রমণ করতে শোনা গিয়েছে তাঁকে। তারপর গতকালের মন্তব্য়ের পর থেকে রাজনীতির অলিগলিতে প্রশ্ন ঘুরছে তবে কি তৃণমূলের সঙ্গে ক্রমেই দূরত্ব বাড়ছে সিদ্দিকুল্লার। এরই মধ্যে এবার রাজ্যের মন্ত্রীকে এক প্রকার আক্রমণ শানালেন হুমায়ুন কবির।
তৃণমূল বিধায়ক বলেন, “উনি ক্যাবিনেটের সদস্য হয়ে যদি নবান্নতে ওঁর গুরুত্ব না থাকে তাহলে উনি আছেন কেন? রিজাইন দিক। উনি তো জামেতুল মুজাহিদিনের রাজ্য সভাপতি আবার তৃণমূল বিধায়ক। মমতার মন্ত্রীসভার সদস্য। এই জায়গায় থেকে এমন সস্তার কথা মোটেই ঠিক। নীতিহীন মানুষকে কিন্তু একদিন মানুষই ছুঁড়ে ফেলবেন। এই রকম মূল্যবোধহীন কথা বলা একদমই উচিৎ নয়।”