Bizarre: ছেলের রক্ত দিয়েই নিজের যৌবন ধরে রাখবেন মা, নিলেন বড় পদক্ষেপ

Bizarre: বয়সের ছাপ চেহারায় রাখতে নারাজ মার্সেলা। তাই নিজের ছেলে ২৩ বছরের রদ্রিগোর শরীর থেকে রক্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

| Updated on: Jan 06, 2025 | 4:42 PM
বয়সের প্রভাব কাটাতে ছেলের দেহ থেকে রক্ত নেবেন মা। অদ্ভুত হলেও সম্প্রতি এমনই ঘটনার কথা সামনে এসেছে। প্রাণ বাঁচাতে বাবা-মা বা অন্য কাউকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোটা খুবই সাধারণ ব্যাপার। সরকার থেকেও বারবার রক্তদানে উৎসাহ দেওয়া হয়। কিন্তু ত্বক থেকে বয়সের ছাপ কমাতে রক্তদান এমন কখনও শুনেছেন বলে মনে হয় না।

বয়সের প্রভাব কাটাতে ছেলের দেহ থেকে রক্ত নেবেন মা। অদ্ভুত হলেও সম্প্রতি এমনই ঘটনার কথা সামনে এসেছে। প্রাণ বাঁচাতে বাবা-মা বা অন্য কাউকে রক্ত দিয়ে প্রাণ বাঁচানোটা খুবই সাধারণ ব্যাপার। সরকার থেকেও বারবার রক্তদানে উৎসাহ দেওয়া হয়। কিন্তু ত্বক থেকে বয়সের ছাপ কমাতে রক্তদান এমন কখনও শুনেছেন বলে মনে হয় না।

1 / 8
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্ত্রারাষ্ট্রে। লস অ্যাঞ্জেলেসের স্বঘোষিত 'মানব বার্বি' মার্সেলা ইগলেসিয়াস। বর্তমানে ৪৭ বছর বয়স তাঁর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ছাপ যে চোখে-মুখে পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বয়সের ছাপ চেহারায় রাখতে নারাজ মার্সেলা। তাই নিজের ছেলে ২৩ বছরের রদ্রিগোর শরীর থেকে রক্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্ত্রারাষ্ট্রে। লস অ্যাঞ্জেলেসের স্বঘোষিত 'মানব বার্বি' মার্সেলা ইগলেসিয়াস। বর্তমানে ৪৭ বছর বয়স তাঁর। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার ছাপ যে চোখে-মুখে পড়বে এটাই স্বাভাবিক। কিন্তু বয়সের ছাপ চেহারায় রাখতে নারাজ মার্সেলা। তাই নিজের ছেলে ২৩ বছরের রদ্রিগোর শরীর থেকে রক্ত নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

2 / 8
মার্সেলোর ধারণা ২৩ বছরের ছেলের রক্ত তাঁর শরীরে গেলে তা তাঁর কোষগুলিকে সজীব রাখতে সাহায্য করবে। ফলে বয়সের ছাপ এড়ানো সম্ভব। প্রসঙ্গত, নিজের চেহারা নিয়ে বরাবরই বেশ সচেতন মার্সেলো।  যৌবনের লাবণ্য ধরে রাখতে এর আগেও কেবল প্রসাধনী সামগ্রী কিনতেই প্রায় ১ লক্ষ মার্কিন ডলার খরচা করেছেন তিনি।

মার্সেলোর ধারণা ২৩ বছরের ছেলের রক্ত তাঁর শরীরে গেলে তা তাঁর কোষগুলিকে সজীব রাখতে সাহায্য করবে। ফলে বয়সের ছাপ এড়ানো সম্ভব। প্রসঙ্গত, নিজের চেহারা নিয়ে বরাবরই বেশ সচেতন মার্সেলো। যৌবনের লাবণ্য ধরে রাখতে এর আগেও কেবল প্রসাধনী সামগ্রী কিনতেই প্রায় ১ লক্ষ মার্কিন ডলার খরচা করেছেন তিনি।

3 / 8
মিসেস ইগলেসিয়াস নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে বলেন, "নিজের শরীরে তরুণ কোষ বজায় রাখার আধুনিক পদ্ধতি ব্লাড ট্রান্সফিউশন। বিশেষ করে সেই রক্ত যদি নিজের ছেলের বা মেয়ের হয় তাহলে তো কথাই নেই।"

মিসেস ইগলেসিয়াস নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই বিষয়ে বলেন, "নিজের শরীরে তরুণ কোষ বজায় রাখার আধুনিক পদ্ধতি ব্লাড ট্রান্সফিউশন। বিশেষ করে সেই রক্ত যদি নিজের ছেলের বা মেয়ের হয় তাহলে তো কথাই নেই।"

4 / 8
এখানেই শেষ নয় মিসেস ইগলেসিয়াসের সঙ্গে তাঁর মাও নাতির শরীরের রক্ত গ্রহণ করবে। মার্সেলা বলেন, "রদ্রিগো সম্পূর্ণ পদ্ধতিটি কী ভাবে সঞ্চালিত হবে এবং এর সুবিধা সম্পর্কে খুব সচেতন। ওঁর দিদাকে রক্ত দেওয়ার জন্য ওঁ উত্তেজিত।"

এখানেই শেষ নয় মিসেস ইগলেসিয়াসের সঙ্গে তাঁর মাও নাতির শরীরের রক্ত গ্রহণ করবে। মার্সেলা বলেন, "রদ্রিগো সম্পূর্ণ পদ্ধতিটি কী ভাবে সঞ্চালিত হবে এবং এর সুবিধা সম্পর্কে খুব সচেতন। ওঁর দিদাকে রক্ত দেওয়ার জন্য ওঁ উত্তেজিত।"

5 / 8
মিসেস ইগলেসিয়াসের মতে, তিনি স্টেম সেল থেরাপির করার সময় এই ব্লাড ট্রান্সফিউশন পদ্ধতিটি সম্পর্কে জানতে পারেন। অল্প বয়সী কোনও ব্যাক্তির রক্ত কী ভাবে শরীরে তরুণ কোষের জোগান বজায় রাখে তাও জানতে পারেন। বিশেষ সেই দাতা যদি নিজের ছেলে হয় তাহলে তো কথাই নেই।

মিসেস ইগলেসিয়াসের মতে, তিনি স্টেম সেল থেরাপির করার সময় এই ব্লাড ট্রান্সফিউশন পদ্ধতিটি সম্পর্কে জানতে পারেন। অল্প বয়সী কোনও ব্যাক্তির রক্ত কী ভাবে শরীরে তরুণ কোষের জোগান বজায় রাখে তাও জানতে পারেন। বিশেষ সেই দাতা যদি নিজের ছেলে হয় তাহলে তো কথাই নেই।

6 / 8
মার্সেলার কথায়, "অল্প বয়সী কোনও দাতার রক্ত শরীরে সজীব লোহিত রক্ত কণিকা বয়ে আনে। যা অক্সিজেন বহন করার জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়ার  প্লাজমা প্রোটিন এবং জমাট বাঁধার উপাদান বহন করে, যা রক্তপাত নিরাময়ে বেশ উপকারী।"

মার্সেলার কথায়, "অল্প বয়সী কোনও দাতার রক্ত শরীরে সজীব লোহিত রক্ত কণিকা বয়ে আনে। যা অক্সিজেন বহন করার জন্য গুরুত্বপূর্ণ। এ ছাড়ার প্লাজমা প্রোটিন এবং জমাট বাঁধার উপাদান বহন করে, যা রক্তপাত নিরাময়ে বেশ উপকারী।"

7 / 8
চলতি বছরের গোড়ার দিকেই এই পদ্ধতি সম্পন্ন করার পরিকল্পনা করেছেন মার্সেলা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে অনেকে নানা রকম মন্তব্য় করেছেন। কেউ মার্সেলার পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার ব্যাঙ্গ করে ছেলে রদ্রিগোকে বলেছেন, "তোমার যদি মনে হয় তোমার মাকে নিয়ে তুমি অতিষ্ট, তাহলে থেরাপির জন্য যোগাযোগ করতে পারেন।"

চলতি বছরের গোড়ার দিকেই এই পদ্ধতি সম্পন্ন করার পরিকল্পনা করেছেন মার্সেলা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে অনেকে নানা রকম মন্তব্য় করেছেন। কেউ মার্সেলার পাশে দাঁড়িয়েছেন, কেউ আবার ব্যাঙ্গ করে ছেলে রদ্রিগোকে বলেছেন, "তোমার যদি মনে হয় তোমার মাকে নিয়ে তুমি অতিষ্ট, তাহলে থেরাপির জন্য যোগাযোগ করতে পারেন।"

8 / 8
Follow Us: