AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ললিত মোদীর পাসপোর্ট বাতিলের পর শিরোনামে! কী আছে ভানুয়াতু দ্বীপে?

ভানুয়াতু দ্বীপ বিখ্যাতই হল এর দ্রুত নাগরিকত্ব লাভের সুবিধার জন্য। এখানে বিনিয়োগ করলেই নাগরিকত্ব মেলে। একে বলা হয় সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই প্রোগ্রাম।

| Edited By: | Updated on: Mar 11, 2025 | 5:42 PM
Share
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মানচিত্রে এক ছোট্ট বিন্দুর মতো দেখতে এই ভানুয়াতু দ্বীপ এখন চর্চার কেন্দ্রে। সৌজন্যে ভারত থেকে পলাতক ব্যবসায়ী ললিত মোদী। তিনি এখানে দিব্যি আশ্রয় নিয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি ললিতকে দেশে ফিরিয়ে ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি করার চূড়ান্ত ব্যবস্থা করে ফেলেছে নয়াদিল্লি। চাপে পড়ে ভানুয়াতুর প্রধানমন্ত্রী জথাম নাপাট ললিতের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন।  কিন্তু কী এমন আছে এই দ্বীপে, কেন ললিত মোদীর মতো কোটিপতি পলাতক ব্যবসায়ীর পছন্দ এই দ্বীপরাষ্ট্র? জেনে নিন কয়েকটি চমকে দেওয়ার মতো তথ্য।

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মানচিত্রে এক ছোট্ট বিন্দুর মতো দেখতে এই ভানুয়াতু দ্বীপ এখন চর্চার কেন্দ্রে। সৌজন্যে ভারত থেকে পলাতক ব্যবসায়ী ললিত মোদী। তিনি এখানে দিব্যি আশ্রয় নিয়ে ছিলেন। কিন্তু সম্প্রতি ললিতকে দেশে ফিরিয়ে ভারতীয় বিচারব্যবস্থার মুখোমুখি করার চূড়ান্ত ব্যবস্থা করে ফেলেছে নয়াদিল্লি। চাপে পড়ে ভানুয়াতুর প্রধানমন্ত্রী জথাম নাপাট ললিতের পাসপোর্ট বাতিল করার নির্দেশ দিয়েছেন। কিন্তু কী এমন আছে এই দ্বীপে, কেন ললিত মোদীর মতো কোটিপতি পলাতক ব্যবসায়ীর পছন্দ এই দ্বীপরাষ্ট্র? জেনে নিন কয়েকটি চমকে দেওয়ার মতো তথ্য।

1 / 11
১. কোথায় ভানুয়াতু দ্বীপ?:   দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি ও অস্ট্রেলিয়ার মাঝে মাত্র ১২ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই দ্বীপটির আয়তন। রাজধানী পোর্ট ভিলা।

১. কোথায় ভানুয়াতু দ্বীপ?: দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফিজি ও অস্ট্রেলিয়ার মাঝে মাত্র ১২ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে এই দ্বীপটির আয়তন। রাজধানী পোর্ট ভিলা।

2 / 11
২. দ্বৈত পরাধীনতার ইতিহাস:    ঊনবিংশ শতকে ব্রিটেন ও ফ্রান্স দুজনেই দ্বীপটি তাদের বলে দাবি করে। ফলে দীর্ঘদিন ধরে এই দ্বীপরাষ্ট্রে ইঙ্গ-ফ্রান্স যৌথ শাসন লাগু ছিল। ১৯৮০-তে দেশটি স্বাধীনতা পায়।

২. দ্বৈত পরাধীনতার ইতিহাস: ঊনবিংশ শতকে ব্রিটেন ও ফ্রান্স দুজনেই দ্বীপটি তাদের বলে দাবি করে। ফলে দীর্ঘদিন ধরে এই দ্বীপরাষ্ট্রে ইঙ্গ-ফ্রান্স যৌথ শাসন লাগু ছিল। ১৯৮০-তে দেশটি স্বাধীনতা পায়।

3 / 11
 ৩. দ্রুত নাগরিকত্ব লাভ:    ভানুয়াতু দ্বীপ বিখ্যাতই হল এর দ্রুত নাগরিকত্ব লাভের সুবিধার জন্য। এখানে বিনিয়োগ করলেই নাগরিকত্ব মেলে। একে  বলা হয় সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই প্রোগ্রাম। যার জন্য মোটামুটি দেড় লাখ ডলার বিনিয়োগ করলেই চলবে।

৩. দ্রুত নাগরিকত্ব লাভ: ভানুয়াতু দ্বীপ বিখ্যাতই হল এর দ্রুত নাগরিকত্ব লাভের সুবিধার জন্য। এখানে বিনিয়োগ করলেই নাগরিকত্ব মেলে। একে বলা হয় সিটিজেনশিপ বাই ইনভেস্টমেন্ট বা সিবিআই প্রোগ্রাম। যার জন্য মোটামুটি দেড় লাখ ডলার বিনিয়োগ করলেই চলবে।

4 / 11
৪.  কেন ললিতের পার্সপোর্ট বাতিল?:    ভারতে কোটি কোটি টাকা তছরুপ করে পালানোর অভিযোগ রয়েছে ললিত মোদীর বিরুদ্ধে। কিন্তু তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার পথে বাধা এই যে, ভানুয়াতুর সঙ্গে ভারতের কোনও প্রত্যার্পণ নীতি নেই। সমালোচনার মুখে দেশটির প্রধানমন্ত্রী ললিতের উপর থেকে হাত তুলে নিয়েছেন। আশ্বাস দিয়েছেন, কোনও পলাতক ব্যবসায়ীকে তারা আশ্রয় দেবে না।

৪. কেন ললিতের পার্সপোর্ট বাতিল?: ভারতে কোটি কোটি টাকা তছরুপ করে পালানোর অভিযোগ রয়েছে ললিত মোদীর বিরুদ্ধে। কিন্তু তাঁকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি করার পথে বাধা এই যে, ভানুয়াতুর সঙ্গে ভারতের কোনও প্রত্যার্পণ নীতি নেই। সমালোচনার মুখে দেশটির প্রধানমন্ত্রী ললিতের উপর থেকে হাত তুলে নিয়েছেন। আশ্বাস দিয়েছেন, কোনও পলাতক ব্যবসায়ীকে তারা আশ্রয় দেবে না।

5 / 11
৫. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছোট হলেও গুরুত্বপূর্ণ প্রভাব:  ছোট হলেও দ্বীপটি অবস্থান ও কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে চিন এই তল্লাটে পরিকাঠামো বৃদ্ধির দিকে নজর দিয়েছে। পাল্টা আমেরিকা ও অস্ট্রেলিয়াও মোকাবিলা গড়ে তুলতে কূটনৈতিক সমাধানে ভরসা রাখছে।

৫. প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছোট হলেও গুরুত্বপূর্ণ প্রভাব: ছোট হলেও দ্বীপটি অবস্থান ও কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ। সেই কারণে চিন এই তল্লাটে পরিকাঠামো বৃদ্ধির দিকে নজর দিয়েছে। পাল্টা আমেরিকা ও অস্ট্রেলিয়াও মোকাবিলা গড়ে তুলতে কূটনৈতিক সমাধানে ভরসা রাখছে।

6 / 11
৬. ট্যুরিস্ট হটস্পট:    জীবন্ত আগ্নেয়গিরি, ছবির মতো সুন্দর সৈকত, সমুদ্রের নীল-সবুজ রংয়ের জলের জন্য প্রতি বছর এই দ্বীপে বহু আন্তর্জাতিক পর্যটক আসেন। সেখান থেকেই এই দ্বীপের বাসিন্দাদের মূল রোজগার হয়।

৬. ট্যুরিস্ট হটস্পট: জীবন্ত আগ্নেয়গিরি, ছবির মতো সুন্দর সৈকত, সমুদ্রের নীল-সবুজ রংয়ের জলের জন্য প্রতি বছর এই দ্বীপে বহু আন্তর্জাতিক পর্যটক আসেন। সেখান থেকেই এই দ্বীপের বাসিন্দাদের মূল রোজগার হয়।

7 / 11
৭. প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে:   বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। মাঝেমধ্যেই সাইক্লোন, ভূমিকম্প, সুনামি লেগেই থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে জমির উচ্চতা বেশি নয় বলে স্থায়ী বসতি তৈরি স্থানীয় বাসিন্দাদের কাছে ঝক্কির ব্যাপার।

৭. প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে: বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ এলাকা। মাঝেমধ্যেই সাইক্লোন, ভূমিকম্প, সুনামি লেগেই থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে জমির উচ্চতা বেশি নয় বলে স্থায়ী বসতি তৈরি স্থানীয় বাসিন্দাদের কাছে ঝক্কির ব্যাপার।

8 / 11
৮.  বৈচিত্রের বাহার:   এত ছোট দ্বীপ, অথচ প্রায় ১০০ রকমের ভাষা বলা হয়ে থাকে এই দ্বীপরাষ্ট্রে। প্রথাগত উৎসব এখানে ধূমধাম করে পালন করা হয়। বিখ্যাত 'বেনজি জাম্পিং' আদতে এই দ্বীপের একটি প্রাচীন রীতি ল্যান্ড ডাইভিং-য়ের অধুনা সংস্করণ।

৮. বৈচিত্রের বাহার: এত ছোট দ্বীপ, অথচ প্রায় ১০০ রকমের ভাষা বলা হয়ে থাকে এই দ্বীপরাষ্ট্রে। প্রথাগত উৎসব এখানে ধূমধাম করে পালন করা হয়। বিখ্যাত 'বেনজি জাম্পিং' আদতে এই দ্বীপের একটি প্রাচীন রীতি ল্যান্ড ডাইভিং-য়ের অধুনা সংস্করণ।

9 / 11
৯. ফ্রান্স ও ব্রিটেনের প্রভাব:   দীর্ঘদিন ফ্রান্স ও ব্রিটেনের উপনিবেশ থাকায় এই দেশের বিচারব্যবস্থায় এই দুই দেশেরই প্রভাব রয়েছে। এই দেশে সরকারি কাজে লাল ফিতের ফাঁস, ঘুষ নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে।

৯. ফ্রান্স ও ব্রিটেনের প্রভাব: দীর্ঘদিন ফ্রান্স ও ব্রিটেনের উপনিবেশ থাকায় এই দেশের বিচারব্যবস্থায় এই দুই দেশেরই প্রভাব রয়েছে। এই দেশে সরকারি কাজে লাল ফিতের ফাঁস, ঘুষ নেওয়ার বিস্তর অভিযোগ রয়েছে।

10 / 11
১০. সুখী দেশের তালিকায় উপরের দিকে:    কাজ বিশেষ নেই, তবু বিশ্বের সুখী দেশগুলির তালিকায় ভানুয়াতু উপরের দিকে।

১০. সুখী দেশের তালিকায় উপরের দিকে: কাজ বিশেষ নেই, তবু বিশ্বের সুখী দেশগুলির তালিকায় ভানুয়াতু উপরের দিকে।

11 / 11