Siliguri: একদিন ছুটি পেয়েই সোজা গিয়েছিলেন পাহাড়ে, সেখান থেকেই পড়ে মৃত্যু যুবকের

murshidabad: মৃত যুবকের নাম আলাইহিম শেখ (১৮)। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা গ্রামে। পরিবার সূত্রে খবর,পাঁচ মাস আগে রুজি রোজগারের টানে শিলিগুড়িতে রাজমিস্ত্রির কাজে যান ওই যুবক। শনিবার কাজ বন্ধ থাকায় পাহাড়ে ঘুরতে যান তিনি ওই যুবক তখনই অসাবধানতাবশত পাহাড় থেকে পড়ে যায়।

Siliguri: একদিন ছুটি পেয়েই সোজা গিয়েছিলেন পাহাড়ে, সেখান থেকেই পড়ে মৃত্যু যুবকের
আলাইহিম শেখImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 05, 2025 | 3:15 PM

মুর্শিদাবাদ: কাজের জন্য গিয়েছিলেন শিলিগুড়িতে। সেখানেই পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তিনি। তবে কাজের ছুটি থাকায় একদিন ঘুরতে গিয়েছিলেন পাহাড়ে। তখনই মর্মান্তিক পরিণতি। পাহাড়ে ঘুরতে গিয়ে পাহাড় থেকে পড়ে মৃত্যু এক যুবকের।

মৃত যুবকের নাম আলাইহিম শেখ (১৮)। বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার রমনা গ্রামে। পরিবার সূত্রে খবর,পাঁচ মাস আগে রুজি রোজগারের টানে শিলিগুড়িতে রাজমিস্ত্রির কাজে যান ওই যুবক। শনিবার কাজ বন্ধ থাকায় পাহাড়ে ঘুরতে যান তিনি ওই যুবক তখনই অসাবধানতাবশত পাহাড় থেকে পড়ে যায়। মৃত্যুর খবর বাড়িতে পৌঁছতেই কান্না ভেঙে পড়েছে পরিবার পরিজনরা।

মৃতের পরিবারের এক সদস্য বলেন, “ওরা সব বন্ধুরা মিলে পাহাড়ে ঘুরতে গিয়েছিল। সেই সময় হঠাৎ করে কীভাবে পড়ে গেছে। মারা গিয়েছে। আমরা তো ওইখানে ছিলাম না। তাই আর বেশি কিছু বলতে পারব না।” আরও একজন বলেন, “শনিবার ওর কাজের ছুটি ছিল। বন্ধুদের সঙ্গে গিয়েছিল। তখন পা পিছলে পড়ে যায়। সঙ্গে আরও বন্ধু-বান্ধব ছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয়।”