PM kisan yojana: পিএম কিষাণ যোজনার লাভ কি স্বামী-স্ত্রী একসঙ্গে পেতে পারেন? জানুন নিয়ম
PM kisan yojana: এই যোজনার সুবিধা পেতে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হয়। আর সেই আবেদনপত্র পূরণের সময় কোনও ভুল করলে এই যোজনার সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিক হতে হবে। তৃতীয়ত, আপনার মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে।
নয়াদিল্লি: দেশের সমস্ত ছোট ও প্রান্তিক কৃষকদের আর্থিক সাহায্য করতে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে কেন্দ্র। কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বছরে ৬ হাজার টাকা ঢোকে। পিএম কিষাণ যোজনার পরবর্তী কিস্তির টাকা কেন্দ্র কবে দেবে, তা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। তবে সেই আর্থিক সাহায্য কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে আরও কিছুদিন লাগবে। মনে করা হচ্ছে, পরের মাসে কিস্তির টাকা পেতে পারেন কৃষকরা।
চারমাস অন্তর তিন কিস্তিতে টাকা পান কৃষকরা। এখন ১৯ তম কিস্তির টাকা পাবেন। এই প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে নানা প্রশ্ন জাগে কৃষকদের মধ্যে। স্বামী-স্ত্রী একসঙ্গে এই যোজনার সুবিধা পাবেন কি না, সেই প্রশ্ন করেন। পিএম কিষাণ যোজনার সুবিধা পাওয়া যায় কীভাবে?
কারা পান এই যোজনার সুবিধা?
এই খবরটিও পড়ুন
বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণত হয় স্ত্রী না হলে স্বামী পান। অনেকে মনে করেন, স্বামী-স্ত্রী একই পরিবারের সদস্য হওয়ায়, দু’জনে একই প্রকল্পের সুবিধা পান না। তবে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা তাঁরাই পান, যাঁদের নামে কৃষিজমি রয়েছে। পরিবারের যেসব সদস্যের নামে কৃষিজমি নেই, তাঁরা এই সুবিধা পাবেন না। ২ হেক্টরের কম কৃষিজমি থাকলেই এর সুবিধা পাওয়া যাবে। তার বেশি কারও নামে কৃষিজমি থাকলে এর সুবিধা পাওয়া যাবে না। ফলে স্বামী ও স্ত্রীর ২ হেক্টরের কম করে কৃষিজমি থাকলে তাঁরা এর সুবিধা পাবে।
কখন পাওয়া যায় এই যোজনার টাকা-
পিএম কিষাণ যোজনার ১৮তম কিস্তির টাকা মহারাষ্ট্র নির্বাচনের আগে পেয়েছিলেন কৃষকরা। প্রায় ৩ মাস হতে চলল তারপর। ১৯তম কিস্তির টাকা নিয়ে এখন থেকেই আলোচনা শুরু হয়েছে। তবে সেই আর্থিক সাহায্য ফেব্রুয়ারিতে পেতে পারেন কৃষকরা। এখনও অবশ্য কেন্দ্রের তরফে এই নিয়ে কোনও বার্তা দেওয়া হয়নি।
সামান্য ভুলে আটকে যেতে পারে কিস্তির টাকা-
এই যোজনার সুবিধা পেতে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হয়। আর সেই আবেদনপত্র পূরণের সময় কোনও ভুল করলে এই যোজনার সুবিধা পাবেন না। দ্বিতীয়ত, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিক হতে হবে। তৃতীয়ত, আপনার মোবাইল নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে।