Brain Disorder: ব্রেনের সমস্যা কী কারণে হতে পারে, সমাধান? গবেষণা যা বলছে…
Age-Related Brain Disorders: ন্যাশনাল ইনস্টিউট অব হেলথ-এর গবেষকরা, প্রায় ১২ লক্ষ ব্রেন সেলের ম্যাপিং করে দেখেছেন। এর মধ্যে যেমন ২ মাসের ইঁদুর তেমনই দেড় বছরেরও। দেখা গিয়েছে, বয়স্ক ইঁদুরের ব্রেনে যে পরিবর্তন দেখা যায়, মানুষের ক্ষেত্রে মধ্যবয়সীদের মধ্যে এই পরিবর্তন দেখা যায়।
বয়সের সঙ্গে ব্রেনের কাজ করার ক্ষমতা করে। তবে সেটাই একমাত্র কারণ নয়। গবেষণা বলছে আরও অনেক কারণ। বয়স বাড়ার সঙ্গে ব্রেনের নানা সমস্যাই হতে পারে। অ্যালেন ইন্সটিউট ফর ব্রেন সায়েন্স গবেষণা করে দেখেছে, বয়সের সঙ্গে নানা মলিকিউলার পরিবর্তন হয়। এর প্রত্যক্ষ প্রভাব পড়ে ব্রেনে। তা এড়ানোর রাস্তাও রয়েছে। পুরোপুরি না হলেও এতে অনেকটাই সম্ভব। জেনে নেওয়া যাক আরও তথ্য।
অ্যালেন ইন্সটিউটের গবেষণা অনুযায়ী, বয়সের সঙ্গে ব্রেনে জিনগতও পরিবর্তন আসে। যে কারণে নিউরোলজিক্যাল সমস্যা হতে পারে। দৈনন্দিন জীবন যাপনও এর সঙ্গে জড়িত। গবেষণায় ধরা পড়েছে, খাদ্যাভ্যাস, জীবন যাপদের পদ্ধতির সঙ্গে বয়সজনিত ব্রেন সমস্যার যোগ রয়েছে। শরীরে বিশেষ একটি স্থান রয়েছে, যা বয়সের সঙ্গে সঙ্গে কার্যক্ষমতা হারাতে থাকে। তাতে ব্যাপক পরিবর্তন হয় স্নায়ুতন্ত্রের কাজেও।
এই খবরটিও পড়ুন
ন্যাশনাল ইনস্টিউট অব হেলথ-এর গবেষকরা, প্রায় ১২ লক্ষ ব্রেন সেলের ম্যাপিং করে দেখেছেন। এর মধ্যে যেমন ২ মাসের ইঁদুর তেমনই দেড় বছরেরও। দেখা গিয়েছে, বয়স্ক ইঁদুরের ব্রেনে যে পরিবর্তন দেখা যায়, মানুষের ক্ষেত্রে মধ্যবয়সীদের মধ্যে এই পরিবর্তন দেখা যায়। গবেষকরা আরও বলছেন, জৈনন্দিন জীবন যাপনে শৃঙ্খলা আনতে পারলে এই সমস্যাটা হয়তো পিছোতে পারে। অর্থাৎ বলা যায়, ৪০ বছরে যে সমস্যাটা হতে পারে, সেটা হয়তো ৫০-এ গিয়ে হল। বিজ্ঞানীদের বিশ্বাস, এই গবেষণা থেকে পাওয়া তথ্য ভবিষ্যতে বয়সজনিত কারণে ব্রেনের সমস্যা কমানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। যা এই প্রক্রিয়াকে মন্থর করবে।