HMPV: চিন্তা বাড়াচ্ছে HMPV, এর কি কোনও চিকিৎসা রয়েছে? যা বলছেন বিশিষ্ট চিকিৎসক…

Is there any treatment for HMPV?: এর মাঝেই এক বিশিষ্ট চিকিৎসকও জানিয়েছেন এই ভাইরাস সম্পর্কে নানা তথ্য। হতেই পারে এগুলি জানলে বড় রকমের সমস্যা এড়ানো যেতে পারে! এই ভাইরাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রইল।

HMPV: চিন্তা বাড়াচ্ছে HMPV, এর কি কোনও চিকিৎসা রয়েছে? যা বলছেন বিশিষ্ট চিকিৎসক...
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 8:50 PM

চিন্তা বাড়াচ্ছে নতুন ভাইরাস HMPV। দেশের বিভিন্ন জায়গাতেই এর অস্তিত্ব মিলেছে। স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে। এর সঙ্গে উঠছে নানা প্রশ্নও। এর উপসর্গ কিংবা চিকিৎসা রয়েছে কি না, সেই নিয়ে জানার চেষ্টা। নানা তথ্যই সামনে আসছে। এর মাঝেই এক বিশিষ্ট চিকিৎসকও জানিয়েছেন এই ভাইরাস সম্পর্কে নানা তথ্য। হতেই পারে এগুলি জানলে বড় রকমের সমস্যা এড়ানো যেতে পারে! এই ভাইরাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রইল।

হিউম্যান মেটানিউমোভাইরাস বর্তমানে ছড়িয়ে পড়লেও এই ভাইরাস নতুন নয় বলেই জানিয়েছেন ডাঃ ড্যাং ল্যাবের সিইও তথা বিশিষ্ট চিকিৎসক ডাঃ অর্জুন ড্যাং। চিনে এই ভাইরাস সম্প্রতি ছড়িয়েছে। সংখ্যাটা বেশি হওয়ায় সকলের নজরে এসেছে বলেই জানান।

এই ভাইরাস বুঝতে কোন টেস্ট কার্যকরী? ডাঃ অর্জুন ড্যাংয়ের কথায়, ‘ফ্লু এর সময় HMPV-র অনেক কেসই ধরা পড়ে। যদিও বর্তমানে সেই সংখ্যাটা বেশি ধরা পড়ছে। এর কারণ, নজরদারী এবং সতর্কতা। এই ভাইরাসের জন্য এখনও অবধি পলিমেরাস চেইন রিয়্যাকশন (PCR) সেরা পরীক্ষা।’

এই খবরটিও পড়ুন

এর কি কোনও চিকিৎসা রয়েছে? ডাঃ অর্জুনের ড্যাংয়ের কথায়, ‘দুর্ভাগ্যবশত, এর কোনও বিশেষ চিকিৎসা নেই। অন্যান্য ভাইরাস আক্রমণের মতো লড়তে হবে। হাইড্রেশন, নিয়ম মেনে চলা, জ্বর নিয়ন্ত্রণ, অক্সিজেন থেরাপি। এর সম্পর্কে সতর্কতাই প্রধান সুরক্ষা। আরও সহজ করে বললে হাইজিন মেইনটেন করা, কাঁশি-হাঁচি থেকে সতর্কতা। এই ভাইরাসও ছড়িয়ে পারতে পারে, সে কারণেই সতর্কতা অবলম্বন করতে হবে।’