Indian Cricket: রাহুল দ্রাবিড় থাকা অবধি তো সবই ঠিক ছিল… বড় প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার

Border-Gavaskar Trophy: টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানান রোহিত, বিরাট ও জাডেজা। তেমনই কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হয়। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন রোহিত শর্মাই। কিন্তু সাফল্য আসছে না। হঠাৎ কী এমন হল? এই প্রশ্নই তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার।

Indian Cricket: রাহুল দ্রাবিড় থাকা অবধি তো সবই ঠিক ছিল... বড় প্রশ্ন তুললেন প্রাক্তন ক্রিকেটার
Image Credit source: Getty Images
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 4:58 PM

দীর্ঘ ১৭ বছরের ব্যবধানে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তার আগে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালেও উঠেছে। ঘরের মাঠে টানা ১০টি ম্যাচ জিতে ফাইনাল। যদিও রানার্স হয়েই সন্তুষ্ট থাকত হয়েছিল। সেই আক্ষেপ কিছুটা হলেও মিটেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে। কোচ এবং ক্যাপ্টেন ছিলেন রাহুল দ্রাবিড় ও রোহিত শর্মা। ওয়ান ডে বিশ্বকাপ অবধি দ্রাবিড়ের সঙ্গে চুক্তি থাকলেও তা বাড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি করেছিল বোর্ড। ক্যাপ্টেন রোহিতেও ভরসা রাখা হয়েছিল। তার মর্যাদা দিয়েছিল এই জুটি। বিশ্বজয়ই তার প্রমাণ। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে দেশের জার্সিকে বিদায় জানান রোহিত, বিরাট ও জাডেজা। তেমনই কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদও শেষ হয়। নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন গৌতম গম্ভীর। ক্যাপ্টেন রোহিত শর্মাই। কিন্তু সাফল্য আসছে না। হঠাৎ কী এমন হল? এই প্রশ্নই তুলছেন দেশের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং।

নিজের ইউটিউব চ্যানেলে হরভজন সিংয়ের সরাসরি প্রশ্ন, ‘রাহুল দ্রাবিড় থাকা অবধি তো সবই ঠিক ছিল। ভারত বিশ্বকাপ জিতেছিল। সবই ঠিকঠাক চলছিল। হঠাৎ এমন কী হল?’ শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলের দায়িত্ব নিয়েছিলেন গৌতম গম্ভীর। শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতে জিতলেও ওয়ান ডে সিরিজে হার। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টিতে জয়। এরপর ভারতীয় টিম গিয়েছিল দক্ষিণ আফ্রিকায়। যদিও সেই সফরে কোচ হিসেবে গিয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। ঘরের মাঠে নিউজিল্যান্ড টেস্টে ছিলেন গৌতম গম্ভীরই। এরপর অস্ট্রেলিয়া সফর। গত দুটি টেস্ট সিরিজেই ভারতের বিপর্যয়।

হরভজন সিং আরও বলছেন, ‘গত ছ-মাসে আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি, নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপ এবং অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যবধানে সিরিজ হার। সব যেন ভেঙেচুরে গিয়েছে।’ বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো দুই সিনিয়র প্লেয়ারের পারফরম্যান্সও হতাশার। অস্ট্রেলিয়া আট ইনিংসে বিরাট করেছেন ১৯০ রান। এর মধ্যে প্রথম টেস্টে পারথের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছিলেন। আর রোহিত তিন ম্যাচে করেছে ৩১ রান।

এই খবরটিও পড়ুন

সিনিয়র প্লেয়ারদের নিয়ে ভাজ্জি বলেন, ‘প্রত্যেকটা প্লেয়ারেরই সুনাম রয়েছে। এটাই যদি বিষয় হয়- কপিল দেব, অনিল কুম্বলেরাও ম্যাচ উইনার ছিলেন। বোর্ডের এ বার ভাবা উচিত। সুপারস্টার বিষয়টি পিছনে রাখাই উচিত।’