ICC Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ‘পিছনে’ হাঁটবে ভারত? হঠাৎই নতুন সম্ভাবনা…
Indian Cricket Team: পরবর্তী টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু পরপর সিরিজ হেরে মানসিক ভাবে বিধ্বস্ত ভারতীয় দল। এখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। বিশেষ করে ক্যাপ্টেন্সির দিক থেকে। রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমে জায়গা দেওয়া হলেও আদৌ ক্যাপ্টেন রাখা হবে কি না, এই নিয়ে সংশয়।
বর্ডার-গাভাসকর ট্রফি হারের ক্ষত। সিনিয়রদের হতাশাজনক পারফরম্যান্স। সামনে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর ওয়ান ডে সিরিজও রয়েছে। এর মাঝে আলোচনায় চ্যাম্পিয়ন্স ট্রফি। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। রোহিত-বিরাটদের পরবর্তী টার্গেট ছিল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। একটির সম্ভাবনা শেষ। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু ১৯ ফেব্রুয়ারি। তার আগে একটা জল্পনা চলছে। কিন্তু প্রশ্ন, ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি আদৌ পিছনে হাঁটবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এর আগের দুই সংস্করণে ফাইনালে উঠেছিল ভারত। রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল দু-বারই। ফাইনালের হ্যাটট্রিকের পথে ছিল ভারত। যদিও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ক্লিনসুইপের পর অস্ট্রেলিয়ায় ১-৩ ব্যবধানে বার। ফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ভারত। পরবর্তী টার্গেট চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু পরপর সিরিজ হেরে মানসিক ভাবে বিধ্বস্ত ভারতীয় দল। এখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। বিশেষ করে ক্যাপ্টেন্সির দিক থেকে। রোহিত শর্মাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিমে জায়গা দেওয়া হলেও আদৌ ক্যাপ্টেন রাখা হবে কি না, এই নিয়ে সংশয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিরেত নেতৃত্বের দিক থেকে বোর্ডের ভাবনায় রয়েছেন হার্দিক পান্ডিয়া। তেমনই সদ্য বর্ডার-গাভাসকর ট্রফিতে দু-ম্যাচে নেতৃত্ব দেওয়া জসপ্রীত বুমরার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যদিও আইসিসি টুর্নামেন্টে আরও বেশি অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী কাউকে দায়িত্ব দেওয়ার জল্পনাও রয়েছে। বক্সিং ডে টেস্টে একটা সেশন নেতৃত্ব দিতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। তেমনই সিডনি টেস্টে দ্বিতীয় দিন জসপ্রীত বুমরা চোটের কারণে মাঠ ছাড়ার পর নেতৃত্ব দেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছিল ভারত। জিততে না পারলেও ম্যাচে তাঁর ক্যাপ্টেন্সি নজর কেড়েছে। কেন এমন জল্পনা?
এই খবরটিও পড়ুন
টি-টোয়েন্টি ফরম্যাট থেকে নিজেই দেশের নেতৃত্ব ছেড়েছিলেন বিরাট কোহলি। যদিও সাদা বলে ভিন্ন ক্যাপ্টেন রাখা হবে না, এই যুক্তিতে ওয়ান ডে থেকে সরানো হয়েছিল বিরাটকে। অভিমানে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের পর এই ফরম্যাটেও নেতৃত্ব ছাড়েন বিরাট। মাঝে ইংল্যান্ড সফরে বিরাটকে এক ম্যাচে নেতৃত্বের প্রস্তাব দেওয়া হলেও নেননি। বুমরা ক্যাপ্টেন্সি করেছিলেন।
নির্বাচন কমিটি বদলেছে। কোচও। বিরাটকে এখন দায়িত্ব দিতে চাওয়া হলে, তিনি যে রাজি হবেন, বর্ডার-গাভাসকর ট্রফিতেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। হার্দিকের ক্ষেত্রে বাধা হতে পারে ফিটনেস সমস্যা। জসপ্রীত বুমরার ক্ষেত্রেও একই ভাবনা কাজ করতে পারে। হতেই পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটকে আরও একটা সুযোগ দেওয়া হল ক্যাপ্টেন হিসেবে আইসিসি ট্রফি জেতার!