‘আপনি অন্যান্য নায়িকাদের মতো…’ গায়িকা মিমিকে দেখে উচ্ছ্বসিত দর্শক
Mimi Chakraborty: অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত। সম্প্রতি বোলপুরে একটি স্টেজ শোতে গিয়েছিলেন তিনি। নায়িকার গান শুনে উচ্ছ্বসিত সকল দর্শক। ভরা স্টেজে‘আমার পরাণ যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমজনতার মন জয় করেছেন তিনি।
অভিনেত্রী মিমি চক্রবর্তী অভিনয়ের পাশাপাশি গায়িকা হিসেবেও পরিচিত। সম্প্রতি বোলপুরে একটি স্টেজ শোতে গিয়েছিলেন তিনি। নায়িকার গান শুনে উচ্ছ্বসিত সকল দর্শক। ভরা স্টেজে‘আমার পরাণ যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীত গেয়ে আমজনতার মন জয় করেছেন তিনি। এই গানটি গেয়ে তিনি শুধু উপস্থিত জনতাকে নয়, সোশ্যাল মিডিয়াতেও ব্যাপক প্রশংসা পেয়েছেন। এদিন নায়িকার পরনে ছিল স্টাইলিশ পোশাক। কালো টি-শার্ট এবং ব্রাউন চকচকে প্যান্ট । পাশাপাশি, লম্বা সিলভার ঝোলা দুল তার লুককে আরও আকর্ষণীয় করে তোলে। শোয়ের পর মিমি তাঁর অনুভূতি শেয়ার করে ভিডিয়োটি পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখেছেন, “এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ বোলপুর।”
ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর, দর্শকের মন্তব্যের বন্যা বয়ে গেছে। কেউ বলেছেন, “তোমার গলা খুব সুন্দর,” আর কেউ মন্তব্য করেছেন, “এতদিন পর কোনও অভিনেত্রী এমন ভাল গলা শুনলাম।” এক মন্তব্যকারী আবার প্রশ্ন করেছেন, “এটা বোলপুর না, এটা বাসাপাড়া?” এবং আরও একজন বলেছেন, “তাও ভাল অন্তত অন্যান্য অভিনেত্রীদের মতো আপনি বেসুরে গান গান না।”\
View this post on Instagram
গান গাওয়ার বিষয়টি মিমির কাছে নতুন নয়। ২০২০ সালে ‘আমার পরাণ যাহা চায়’ নামক রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামও বের হয়েছিল নায়িকার। এবং তিনি বেশ কিছু গানের মিউজিক ভিডিয়োও তৈরি করেছেন। মিমি নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর পরিবারে ছোট থেকেই গান-বাজনার পরিবেশ ছিল, তবে তিনি কখনও গান আলাদা করে শিখেননি। তবে টেলিভিশনের জনপ্রিয় গায়িকা ম্য়াডোনা তাঁকে গিটার হাতে রকস্টার হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন, যা পরে তাঁর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল।
এছাড়া, মিমি চক্রবর্তীর অভিনয় কেরিয়ারের শুরু হয়েছিল এক দশক আগে, ‘গানের ওপারে’ ধারাবাহিকের মাধ্যমে। যেখানে তার চরিত্র ছিল ‘পুপে’। সেই চরিত্রে রবীন্দ্রসঙ্গীত ছিল তার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ, এবং এখনও যে কোথাও গিয়ে রবি ঠাকুর তাঁর অনুপ্রেরণা সেটা খানিকটা বোঝা যায়।