‘ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে?’ কী বললেন শ্রীতমা…
Tollywood Inside: বহু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীতমা। জানিয়েছিলেন, তিনি অভিনয় শিখেছেন কাজ করতে-করতে। অপরাজিতা আঢ্যর মতো সিরিয়ার অভিনেত্রীকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন তিনি।
‘মা’ সিরিয়ালে অভিনয় করে সাফল্য পেয়েছিলেন অভিনেত্রী শ্রীতমা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এতগুলো বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও তাঁর কোনও বন্ধু হয়নি। তাঁর কাছে ‘বন্ধু’ শব্দের ব্যাপ্তি অনেকটা। সঙ্গে এটাও বলেছিলেন, “আমার সঙ্গে অনেকেরই খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছে। অনেক পছন্দের মানুষও রয়েছেন। কিন্তু পছন্দের মানুষ মানেই সে বন্ধু নয়।”
বহু সিরিয়ালে অভিনয় করেছেন শ্রীতমা। জানিয়েছিলেন, তিনি অভিনয় শিখেছেন কাজ করতে-করতে। অপরাজিতা আঢ্যর মতো সিরিয়ার অভিনেত্রীকে অভিভাবক হিসেবে পেয়েছিলেন তিনি। তাঁকেই শুভাকাঙ্খী হিসেবে মেনে নিয়েছেন শ্রীতমা। তাঁর সাফ বক্তব্য, ইন্ডাস্ট্রিতে হয়তো অনেকেরই বন্ধু হয়, কিন্তু তাঁর হয়নি। শুটিংয়ের প্যাকআপের পর তাঁর কলিগদের সঙ্গে আর কোনও যোগাযোগ থাকে না শ্রীতমার।
‘মা’ সিরিয়ালে ঝিলিকের চরিত্রে অভিনয় করেছেন শ্রীতমা। অল্প সময়ের মধ্যেই তাঁর সরল হাসি ও মিষ্টি চেহারা দর্শকের মন জয় করে নিয়েছিল। ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন তিনি। ‘মা’ সিরিয়াল করার পর প্রচুর অফার আসে শ্রীতমার কাছে। ‘ইচ্ছেনদী’ সিরিয়ালে খলনায়িকার চরিত্রে কাস্ট করা হয় তাঁকে। ‘দেবী চৌধুরানী’, ‘প্রথম কাদম্বিনী’র মতো সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন শ্রীতমা। রাজনীতির ময়দানেও নেমেছেন তিনি।