Aliporeduar: বিঘার পর বিঘা জুড়ে ভুট্টা চাষ হতে দেখছিল সবাই, কিন্তু… ভিতরে চলছিল অন্য খেলা
Aliporeduar: বুধবার কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চলে। সব ফসল নষ্ট করে দেওয়া হল তড়িঘড়ি।
আলিপুরদুয়ার : ভুট্টা চাষের আড়ালে চলছিল অবৈধ পোস্ত চাষ। খবর পেয়ে পোস্ত চাষের জমি নষ্ট করল পুলিশ। আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের লতাবাড়ি এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর, এলাকার এক বাসিন্দার প্রায় চার বিঘারও বেশি জমি লিজে নিয়ে সেখানে ভুট্টা চাষ করা হচ্ছিল। অন্তত সবাই তাই দেখছিল। কিন্তু তার আড়ালে কী চলছিল, সেই তথ্য সামনে আসে সম্প্রতি।
পোস্ত চাষের খবর পেয়ে বুধবার চাষের জমিতে দুটি ট্রাক্টর লাগিয়ে পুরো পোস্ত চাষের জমি নষ্ট করা হয়। প্রায় এক থেকে দু’মাস আগে এই পোস্ত চাষের বীজ রোপণ করা হয়েছে বলে অনুমান পুলিশের। বুধবার কালচিনি থানার ওসি গৌরব হাঁসদা ও অন্যান্য পুলিশ আধিকারিকদের উপস্থিতিতে এই অভিযান চলে।
পাশাপাশি, এলাকার অন্যান্য জমিতেও কোনও অবৈধ চাষ হচ্ছে কি না তা খুঁজে বের করতেও চিরুনি তল্লাশি চালায় পুলিশ। মঙ্গলবারও চার বিঘে জমিতে অবৈধ পোস্ত চাষ নষ্ট করে দিয়েছিল পুলিশ। কালচিনি ব্লক জুড়ে এই ধরনের অবৈধ পোস্ত চাষ বেড়ে যাওয়ায় উদ্বেগে পুলিশ প্রশাসন।