Alipurduar: ৯০ জন দুঃস্থকে সাহায্য করে রেকর্ড গড়লেন ঝালমুড়ি বিক্রেতা
Alipurduar: ষোলো বছর ধরে আলিপুরদুয়ারের চৌপথীতে মুড়ি বিক্রি করছেন গোপাল। রবিবার তিনি অসহায়-দুঃস্থদের হাতে কম্বল,মশারি,মোজা তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায়, চেম্বার অব কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে।
আলিপুরদুয়ার: পেশায় মুড়ি বিক্রেতা। ঝালমুড়ি বেচেই চলে সংসার। দিনে কখনও দশ টাকার ঝাল মুড়ি, কখনও আবার কুড়ি টাকার ঝালমুড়ি বিক্রি করেন। তা দিয়েই চলে কোনও মতে সংসার। সেই মুড়ি বিক্রেতা গোপাল গোস্বামী নামলেন দুঃস্থদের সহায়তায়। আর তাঁর এই পদক্ষেপে প্রশংসা গোটা জেলাজুড়ে।
ষোলো বছর ধরে আলিপুরদুয়ারের চৌপথীতে ঝালমুড়ি বিক্রি করছেন গোপাল। রবিবার তিনি অসহায়-দুঃস্থদের হাতে কম্বল,মশারি,মোজা তুলে দেন। সেখানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায়, চেম্বার অব কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে। ট্রাফিক ওসি জাকারিয়া আলি প্রমুখ।
জানা যাচ্ছে, গোপাল এ দিন নব্বই জন দুঃস্থ মানুষদের হাতে কম্বল,মশারি তুলে দিয়েছেন। গোপাল গোস্বামী জানান, “আমি ঝাল মুড়ি বিক্রি করি। বছর ভর সঞ্চয় করি। আর সেটা থেকে এটা করতে পেরে আমার ভাল লাগে। তাই প্রতি বছর অসহায় মানুষদের পাশে দাঁড়াই আমি।” এ দিন, আলিপুরদুয়ার পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, “গোপাল ১৬ বছর ধরে এটা করছে। নিজে কষ্ট করে গরিব পাশে দাঁড়ায়। এ জন্য ওকে আমার ভাল লাগে। ও মহত ব্যক্তি। গোপালকে দেখে আরও গোপাল তৈরি হোক এটাই আমরা চাই।”