Gautam Gambhir: সহ্যের সীমা পার! ভারতের ড্রেসিংরুমে মেজাজ হারিয়ে গুরু গম্ভীর বললেন, ‘অনেক হয়েছে…’
India vs Australia, Border Gavaskar Trophy: মেলবোর্ন টেস্টে মাত্র ২০.৪ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপরও এক সময় মনে হয়েছিল ম্যাচ বের করে নিতে পারবে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ অবধি তেমনটা হয়নি। এরপর ভারতের ড্রেসিংরুমে মেজাজ হারিয়ে ফেলেন গৌতম গম্ভীর।
কলকাতা: ভারতীয় টিমের অন্দরে ‘অল ইজ নট ওয়েল।’ নতুন বছরের প্রথম দিন ক্রিকেট মহলে এমনটাই শোনা যাচ্ছে। টিম ইন্ডিয়া বক্সিং ডে টেস্ট হারার পর ভারতীয় ক্রিকেটারদের উপর চটে লাল হয়েছেন কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। মেলবোর্ন টেস্ট জিতে অজিরা সিরিজে ২-১ এগিয়ে গিয়েছে। এ বার বাকি বর্ডার গাভাসকর ট্রফির শেষ টেস্ট। যা শুরু হবে ৩ জানুয়ারি থেকে। এরই মাঝে জানা গিয়েছে, টিমের ক্রিকেটারদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন গম্ভীর।
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে ভারতীয় ক্রিকেটারদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ গৌতম গম্ভীর। মেলবোর্ন টেস্টে মাত্র ২০.৪ ওভারের মধ্যে ৭ উইকেট হারিয়ে ফেলে ভারত। এরপরও এক সময় মনে হয়েছিল ম্যাচ বের করে নিতে পারবে টিম ইন্ডিয়া। কিন্তু শেষ অবধি তেমনটা হয়নি। এরপর ভারতের ড্রেসিংরুমে মেজাজ হারিয়ে ফেলেন গৌতম গম্ভীর। জানা গিয়েছে, কোচ গম্ভীর কারও নাম না নিয়ে জানিয়েছেন, তিনি ক্রিকেটারদের খেলায় সন্তুষ্ট নন। গম্ভীরের মতে, টিমের কথা না ভেবে ক্রিকেটাররা নিজেদের ইচ্ছেমতো শট খেলছেন। পরিস্থিতি অনুযায়ী যেখানে উচিত ভারতীয় ক্রিকেটারদের খেলার কথা, সেখানে ইচ্ছেমতো শট খেলে দলকে হারের দিকে ঠেলে দিচ্ছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এই মানসিকতা মেনে নিতে পারছেন না গম্ভীর।
২০২৪ সালের ৯ জুলাই থেকে ভারতীয় টিমের দায়িত্ব নেন গম্ভীর। জানা গিয়েছে, গত ৬ মাস ধরে দল যেমন চাইছিল, তিনি তেমন ভাবেই ক্রিকেটারদের খেলতে দিতেন। কিন্তু এখন ভারতীয় টিমের যা পরিস্থিতি, তাতে তিনি এ বার থেকে ঠিক করে দেবেন, টিমের ক্রিকেটাররা কেমন খেলবেন। একইসঙ্গে ড্রেসিংরুমে বিরক্ত হয়ে গম্ভীর নাকি বলেছেন, ‘অনেক হয়েছে।’
এই খবরটিও পড়ুন
বার বার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হচ্ছেন বিরাট কোহলি। মেলবোর্নেও সেইভাবেই আউট হয়েছেন। ঋষভ পন্থ প্রথম ইনিংসে ল্যাপ শট খেলতে গিয়ে আউট হয়েছেন। দ্বিতীয় ইনিংসেও পন্থ ম্যাচের পরিস্থিতির কথা না ভেবেই ভুল শটে উইকেট দিয়ে আসেন। নাম না করলেও এই ক্রিকেটারদের উপর গম্ভীর যে রেগে, তা ভালোই বোঝা যাচ্ছে।