Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: স্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করি… ধোনির মুখে হঠাৎ এ কথা কেন?

MS Dhoni-Sakshi Dhoni: নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানিয়েছেন, মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী ধোনি। ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনি সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তাঁর মনে হয় সকলেই নিজের স্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করে। হঠাৎ এ কথা কেন বলেছেন মাহি?

| Updated on: Jan 01, 2025 | 2:00 PM
নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানিয়েছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি। ফানুস উড়িয়ে ২০২৫ এর আগমনকে রাঙিয়েছেন মাহি।

নতুন বছরকে একসঙ্গে স্বাগত জানিয়েছেন, ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর স্ত্রী সাক্ষী সিং ধোনি। ফানুস উড়িয়ে ২০২৫ এর আগমনকে রাঙিয়েছেন মাহি।

1 / 8
বেশ কয়েকবছর ডেট করার পর সাক্ষীকে বিয়ে করেছিলেন ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, তাঁর মনে হয় সকলেই নিজের স্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করে।

বেশ কয়েকবছর ডেট করার পর সাক্ষীকে বিয়ে করেছিলেন ধোনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ধোনি জানিয়েছেন, তাঁর মনে হয় সকলেই নিজের স্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা করে।

2 / 8
২০১০ সালের ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম জিভা ধোনি।

২০১০ সালের ৪ জুলাই সাক্ষীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। তাঁর নাম জিভা ধোনি।

3 / 8
হঠাৎ কেন ধোনির মুখে শোনা গেল স্ত্রীকে ইমপ্রেস করার কথা? আসলে ইউরোগ্রিপ টায়ার্সের 'ট্রেড টকস' এর এক ভিডিয়োতে ধোনিকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, তাঁর জীবনে পাওয়া সেরা প্রশংসা কী।

হঠাৎ কেন ধোনির মুখে শোনা গেল স্ত্রীকে ইমপ্রেস করার কথা? আসলে ইউরোগ্রিপ টায়ার্সের 'ট্রেড টকস' এর এক ভিডিয়োতে ধোনিকে সঞ্চালক প্রশ্ন করেছিলেন, তাঁর জীবনে পাওয়া সেরা প্রশংসা কী।

4 / 8
ধোনি সেই প্রশ্নের উত্তরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বলেন, "আমি মনে করি অনেকে আমার অনেক প্রশংসা করেছে। কিন্তু আমার স্ত্রী বলেছিল, 'তুমি জীবনে ঠিক করেছ।' এটাই আমার জন্য বড় প্রশংসা। কারণ ও খুব বেশি প্রশংসা করে না।"

ধোনি সেই প্রশ্নের উত্তরে কিছুক্ষণ অপেক্ষা করার পর বলেন, "আমি মনে করি অনেকে আমার অনেক প্রশংসা করেছে। কিন্তু আমার স্ত্রী বলেছিল, 'তুমি জীবনে ঠিক করেছ।' এটাই আমার জন্য বড় প্রশংসা। কারণ ও খুব বেশি প্রশংসা করে না।"

5 / 8
এই উত্তর দেওয়ার পর ধোনিকে সঞ্চালক হাসতে হাসতে বলেন, 'শেষ অবধি বিষয়টা এখানেই আসে।' উত্তরে হাসতে হাসতে ধোনি বলেন, 'হ্যাঁ কারণ আমরা সকলেই আমাদের স্ত্রীদের ইমপ্রেস করার চেষ্টা করি।'

এই উত্তর দেওয়ার পর ধোনিকে সঞ্চালক হাসতে হাসতে বলেন, 'শেষ অবধি বিষয়টা এখানেই আসে।' উত্তরে হাসতে হাসতে ধোনি বলেন, 'হ্যাঁ কারণ আমরা সকলেই আমাদের স্ত্রীদের ইমপ্রেস করার চেষ্টা করি।'

6 / 8
ধোনির দীর্ঘ ক্রিকেট জীবনে সত্যিই তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন। বিশ্ব ক্রিকেটের একাধিক কিংবদন্তি মাহিকে প্রশংসা করেছেন। তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক, ক্যাপ্টেন্সির ধরন সব-এরই প্রশংসা করেছেন।

ধোনির দীর্ঘ ক্রিকেট জীবনে সত্যিই তিনি প্রচুর প্রশংসা পেয়েছেন। বিশ্ব ক্রিকেটের একাধিক কিংবদন্তি মাহিকে প্রশংসা করেছেন। তাঁর ক্রিকেটীয় মস্তিষ্ক, ক্যাপ্টেন্সির ধরন সব-এরই প্রশংসা করেছেন।

7 / 8
মাহি সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন নিজের স্ত্রীকে। তাই তাঁর বলা একটা কথাকেই সেরা প্রশংসা বলে উল্লেখ করেছেন ধোনি।

মাহি সব কিছুর ঊর্ধ্বে রেখেছেন নিজের স্ত্রীকে। তাই তাঁর বলা একটা কথাকেই সেরা প্রশংসা বলে উল্লেখ করেছেন ধোনি।

8 / 8
Follow Us: