Rohit on Yashasvi Out: যশস্বীর আউট নিয়ে মুখ খুললেন রোহিত, বোর্ড কর্তারও বড় মন্তব্য

India vs Australia Boxing Day Test: ম্যাচের টার্নিং পয়েন্ট পরিস্থিতি। অনফিল্ড আম্পায়ার অবশ্য কোনও সাউন্ড পাননি, সে কারণেই নটআউট দেন জোয়েল উইলসন। রিভিউ নেন অজি ক্যাপ্টেন কামিন্স। স্বাভাবিক ভাবেই তৃতীয় আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্ত। আর এই নিয়েই বিতর্ক।

Rohit on Yashasvi Out: যশস্বীর আউট নিয়ে মুখ খুললেন রোহিত, বোর্ড কর্তারও বড় মন্তব্য
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 30, 2024 | 9:06 PM

মেলবোর্ন টেস্টে ভারতের হারের মাঝে আম্পায়ারিং বিতর্কও রয়েছে। বিশেষ করে যশস্বী জয়সওয়ালের আউট নিয়ে প্রশ্নের মুখে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত। প্যাট কামিন্সের স্লোয়ার বাউন্সারে হুক শটের চেষ্টা করেছিলেন যশস্বী। যদিও কানেক্ট করতে পারেননি। কট বিহাইন্ডের জোরালো আবেদন ওঠে। যশস্বী সে সময় ৮৪ রানে ক্রিজে। ম্যাচের টার্নিং পয়েন্ট পরিস্থিতি। অনফিল্ড আম্পায়ার অবশ্য কোনও সাউন্ড পাননি, সে কারণেই নটআউট দেন জোয়েল উইলসন। রিভিউ নেন অজি ক্যাপ্টেন কামিন্স। স্বাভাবিক ভাবেই তৃতীয় আম্পায়ারের কাছে যায় সিদ্ধান্ত। আর এই নিয়েই বিতর্ক।

রিভিউতে দেখা যায়, গ্লাভস এবং ব্যাটের পাশ দিয়ে যাওয়ার সময় স্নিকোতে কোনও স্পাইক নেই। যদিও তৃতীয় আম্পায়ার ডিফ্লেকশন দেখে আউটের সিদ্ধান্ত দেন। স্নিকোতে কিছু না পাওয়ার পরও অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত পরিবর্তন করায় প্রশ্ন উঠেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লাও এই ঘটনায় ক্ষুব্ধ। টেকনোলজি থাকার পরও যদি এমন সিদ্ধান্ত দেওয়া হয়, তা নিয়ে ক্ষোভ হওয়ারই কথা।

ম্যাচ শেষে অধিনায়ক রোহিত শর্মাকে সাংবাদিক সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হয়। রোহিত বলেন, ‘এটা নিয়ে কী বলা উচিত জানি না। খালি চোখে যেটুকু দেখেছি, মনে হয়েছে কিছু একটা টাচ ছিল। ধরেই নিচ্ছি, বল ব্যাট বা গ্লাভসে ছুঁয়েছিল। টেকনোলজি একশো শতাংশ নয়। ফলে সেটা নিয়ে বেশি কিছু বলারও নেই। আসল কথা হল, সিদ্ধান্তটা আমাদের বিপক্ষে গিয়েছে। কিছুটা দুর্ভাগ্যের শিকার হয়েছি বলতে পারি।’