STF: বাংলায় কেন আসছে এত অস্ত্র? এবার বীরভূমে STF-র জালে ব্যক্তি
STF: সিউড়ি থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া কেন্দুলি গ্রামের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। কোথা থেকে অস্ত্র এনে কোথায় বিক্রি করত, কাদের বিক্রি করা হত, খতিয়ে দেখছে পুলিশ।
বীরভূম: এবার বীরভূমে অস্ত্র-সহ গ্রেফতার এক ব্যক্তি। ধৃতের নাম মহম্মদ ফয়জল। বছর বাহান্নর ওই ব্যক্তিকে বর্ষবরণের রাতে গ্রেফতার করে বেঙ্গল STF। সিউড়ির নতুন পল্লি এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
জানা গিয়েছে, কলকাতার গার্ডেনরিচের এই অস্ত্র ব্যবসায়ী অস্ত্র-পাচারচক্রের চাঁই। তাঁর কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে বীরভূমের সিউড়ি থানায়।
পুলিশ সূত্রে খবর, সিউড়ি থানার অন্তর্গত পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া কেন্দুলি গ্রামের কাছে যাওয়ার পরিকল্পনা ছিল ধৃতের। কোথা থেকে অস্ত্র এনে কোথায় বিক্রি করত, কাদের বিক্রি করা হত, খতিয়ে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তিকে বৃহস্পতিবার আদালতে তোলা হবে।
এই খবরটিও পড়ুন
দিন কয়েক আগেই উত্তর ২৪ পরগনার নারায়ণপুর থেকে মেহতাব আলম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করে বেঙ্গল এসটিএফ। তাঁর কাছ থেকে একটি সেমি অটোমেটিক পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার হয়। মেহতাব আন্তঃরাজ্য অস্ত্র ব্যবসায়ী। বিহার থেকে অস্ত্র এনে কলকাতা সংলগ্ন এলাকায় বিক্রির পরিকল্পনা ছিল। বিহারের ভাগলপুর থেকে এসেছিলেন তিনি। সেক্ষেত্রেও প্রশ্ন উঠে, তাঁর কাছ থেকে অস্ত্র কিনত কে বা কারা? মেহতাবকে জিজ্ঞাসা করে এই উত্তর খোঁজার চেষ্টা করেন তদন্তকারীরা। কিন্তু, তিনি মুখ খোলেননি বলে জানা গিয়েছে।
মাস দেড়েক আগে কলকাতার কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় নাম জড়ায় বিহারের দুষ্কৃতীদের। বিহার থেকে বাংলায় অস্ত্র আসছে বলে অভিযোগ ওঠে। প্রশ্ন উঠছে, বাংলায় অস্ত্র কিনছে কারা? কেনই বা অস্ত্র কেনা হচ্ছে? বেঙ্গল STF অবশ্য তৎপরতার সঙ্গে একাধিক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করল।