IND vs AUS Day 2 Report: দ্বিতীয় দিন ১৫ উইকেট, রুদ্ধশ্বাস সমাপ্তির পথে সিডনি টেস্ট!
India vs Australia New Year Test Day 2: প্রথম ইনিংসে ভারত মাত্র ১৮৫ রানেই অলআউট। তখনও মনে হয়েছিল, এক তরফা ম্যাচ হতে চলেছে। যদিও দ্বিতীয় দিন খেলা ঘুরে গেল পুরোপুরি। এখান থেকে যে কেউ জিততে পারে। ম্যাচ ড্র হবে না, এটুকু নিশ্চিত করা যায়।
শেষ বেলায় জাডেজার ক্যাচ ড্রপ। স্লিপের উসমান খোয়াজার ক্যাচ ছিল। যদিও স্টিভ স্মিথ ঝাঁপিয়েছিলেন। এক হাতে ক্যাচ নিতে পারেননি। নয়তো দ্বিতীয় দিন উইকেট সংখ্যা দাঁড়াত ১৬! সিডনিতে অপ্রত্যাশিত পিচ। যেখানে মূলত স্পিন সহায়ক পিচ দেখা যায়। এ বার পেস বাউন্সি গ্রিন টপ। ভারত অধিনায়ক জসপ্রীত বুমরা টস জিতে ব্যাটিং নিয়েছিলেন। প্রথম ইনিংসে ভারত মাত্র ১৮৫ রানেই অলআউট। তখনও মনে হয়েছিল, এক তরফা ম্যাচ হতে চলেছে। যদিও দ্বিতীয় দিন খেলা ঘুরে গেল পুরোপুরি। এখান থেকে যে কেউ জিততে পারে। ম্যাচ ড্র হবে না, এটুকু নিশ্চিত করা যায়।
প্রথম দিনের শেষ ডেলিভারিতে উসমান খোয়াজার উইকেট হারিয়েছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন ভারতের দাপট। বোলাররা যেমন দুর্দান্ত তেমনই ক্যাচিং। স্লিপ কর্ডনে লোকেশ রাহুল, বিরাট কোহলি এবং গালিতে যশস্বী জয়সওয়াল দুর্দান্ত ক্যাচ নেন। স্টিভ স্মিথ অনবদ্য ব্যাটিং করছিলেন। ৫ রানের জন্য টেস্টে দশ হাজার ক্লাবে ঢোকা হয়নি স্মিথের। হয়তো দ্বিতীয় ইনিংসে সেই কীর্তি গড়বেন। অভিষেক টেস্ট খেলতে নামা বিউ ওয়েবস্টারের হাফসেঞ্চুরি। তাতেও অবশ্য লিড নিতে পারেনি অস্ট্রেলিয়া। ১৮১ রানেই শেষ তাদের ইনিংস।
এই খবরটিও পড়ুন
সিডনি টেস্টের দ্বিতীয় দিন ৮০ ওভার খেলা হল। উঠল ৩১৩ রান। আর উইকেট পড়ল ১৫টি। এরপরও বলা যায় না, কোনও দল এগিয়ে বা পিছিয়ে। মাঝে ঋষভ পন্থের বিধ্বংসী ইনিংস যে ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে, এটুকু বলা যায়। পন্থের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৪১ রান তুলে নিয়েছে ভারত। সব মিলিয়ে লিড ১৪৫। ক্রিজে রয়েছেন রবীন্দ্র জাডেজা এবং ওয়াশিংটন সুন্দর। এই ম্যাচে এখনও অনেক রোমাঞ্চ বাকি।