Virat Kohli: অষ্টম আক্ষেপ! মেজাজ হারালেন ‘ক্যাপ্টেন’ বিরাট কোহলি…
India vs Australia New Year Test Day 2: ব্যাট হাতেও 'ক্যাপ্টেন' বিরাট কোহলিকে আলাদা মেজাজে দেখা যাবে, সকলের আলোচনায় ছিল সেটাই। কিন্তু ঘুরে দাঁড়াতে ব্যর্থ বিরাট কোহলি। সবচেয়ে বেশি হতাশার, যা নিয়ে এখন আর হতাশও হওয়া যায় না। ফের খোঁচা!
জসপ্রীত বুমরা মাঠ ছাড়ার পরই ক্যাপ্টেন্সির দায়িত্ব পড়ে বিরাট কোহলির উপর। বিরাটের মেজাজটাই যেন পাল্টে যায়। ডাবল এনার্জি। সেই ভিন্টেজ কিং কোহলি। ফিল্ডিংয়ে সকলকে তাতাচ্ছেন। দুর্দান্ত ক্য়াচও নিলেন। ব্যাট হাতেও ‘ক্যাপ্টেন’ বিরাট কোহলিকে আলাদা মেজাজে দেখা যাবে, সকলের আলোচনায় ছিল সেটাই। কিন্তু ঘুরে দাঁড়াতে ব্যর্থ বিরাট কোহলি। সবচেয়ে বেশি হতাশার, যা নিয়ে এখন আর হতাশও হওয়া যায় না। ফের খোঁচা! এই নিয়ে সিরিজে অষ্টম বার। বিরাট ফিরলেন মাত্র ৬ রান করেই।
অফস্টাম্পের বাইরের ডেলিভারির সঙ্গে বিরাটের সম্পর্ক এখন আর গোপন নয়। প্রতি ম্যাচের আগেই বল ছাড়া প্র্যাক্টিস করছেন। সিডনিতে প্রথম ইনিংসে দীর্ঘ সময় ধৈর্য দেখান। এরপর সেই খোঁচা দিয়েই আউট। বিরক্ত দেখিয়েছিল বিরাট কোহলিকেও। ভুল করা অস্বাভাবিক নয়। তবে একই ভুল যদি বারবার হয়? বিরাট কোহলির মানের ক্রিকেটারের কাছে যা একেবারেই কাম্য নয়।
এই খবরটিও পড়ুন
চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ ইনিংস। হয়তো অস্ট্রেলিয়ার মাটিতেই শেষ ইনিংস খেলে ফেললেন বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটেও শেষ কি না, এখনই বলা যাচ্ছে না। সিরিজ শেষে এই নিয়ে সিদ্ধান্ত হতে পারে। দুর্দান্ত বোলিং ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ১৮১ রানেই অলআউট করায় স্বস্তিতে ছিল ভারতীয় দল। ম্যাচে অনেক সময় বাকি। যত বেশি সময় ক্রিজে কাটানো এবং এমন একটা স্কোর গড়া যেটা অস্ট্রেলিয়ার ধরাছোঁয়ার বাইরে হতে পারে, সেই লক্ষ্যই ছিল ভারতের। কিন্তু ভারতের পরিকল্পনা বুঝতে কিছুটা সমস্যা হল।
লোকেশ রাহুলের মতো শান্ত মাথার ব্যাটারও বড় শট খেলার চেষ্টা করলেন ইনিংসের শুরুতেই। মিচেল স্টার্কের এক ওভারে চারটি বাউন্ডারি মারেন যশস্বী জয়সওয়াল। জুনিয়রদের থেকে না হয় মানা যায়। তাঁরা আউট হলেও শুভমনের সঙ্গে একটা জুটি গড়ার চেষ্টা করেন কোহলি। কিন্তু তা আর হল কই! বিরাট নিজের উপর ক্ষুব্ধ। সিডনির পিচে বাড়তি বাউন্স রয়েছে। সেটা তিনি ভালো করেই জানেন। উইকেটের পিছনে আউট হতে ক্রিজেই ক্ষোভ প্রকাশ কোহলির।
The Scott Boland show is delivering at the SCG!
He’s got Virat Kohli now. #AUSvIND pic.twitter.com/12xG5IWL2j
— cricket.com.au (@cricketcomau) January 4, 2025